ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালায় হিং সিং ব্র্যান্ডের স্টেলার ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড নামে পরিবেশ বিনষ্টকারী একটি ব্যাটারী কারখানাকে গত মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি-ল্যান্ড) রহিমা আক্তার ইতি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত থেকে সিলগালা করেন। এদিকে বুধবার বিকেলে এলাকাবাসী অভিযোগ করেন যে, অত্র ব্যাটারী কারখানার কিছু স্টাফ সরকারি নির্দেশকে অমান্য করে গত মঙ্গলবার রাতে গোপনে কারখানার ভিতরে অবস্থান করেছেন। এসময় তারা জেনারেটর চালু করে কারখানার ভিতর ও বাইরের বাতিগুলো সারা রাত জালিয়ে রাখেন। মঙ্গলবার গভীর রাতে তাদের কারখানায় নাকি ডাকাতি হয়েছে এবং বেশ কিছু মালামাল নাকি লুট করে নিয়ে গেছে, এমন বিষয় উল্লেখ করেন কোম্পানীটির কিছু কর্মকর্তা। এ ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো বলে আমরা মনে করি। একটি সিলগালা করা কারখানার মূল গেইটে সরকারিভাবে তালা লাগানো আছে কিন্তু এখানে ডাকাতি হয় কিভাবে তা আমাদের বোধগম্য নয়। আমরা তাদেরকে অনুরোধ করেছি তারা যাতে দ্রুত তাদের কারখানার মালামাল এখান থেকে সড়িয়ে নিয়ে যায়, আমরা এলাকাবাসী তাদেরকে পূর্ণ সহায়তা করবো। এদিকে কারখানা থেকে তাদের জরুরি কিছু মালামাল নেয়ার প্রয়োজন এমন বিষয় তারা বন্দর উপজেলা সহকারী কমিশনার ভূমি রহিমা আক্তার ইতিকে অবহিত করলে তিনি বুধবার বিকেল সাড়ে ৫টায় কারখানায় এসে কারখানার গেইট খুলে দেন। কিন্তু এসময় কারখানার কয়েকজন স্টাফ ভিতরে প্রবেশ করলেও তারা কোন মালামাল নেননি। তখন রহিমা আক্তার ইতি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পুনরায় কারখানাটিকে সিলগালা করে তালাবদ্ধ করেন। এসময় কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও মদনপুরের ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৪ বছর যাবৎ এ ব্যাটারী ফ্যাক্টরী থেকে নির্গত দূষিত ধোয়ার কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হবার পাশাপাশি স্থানীয়রা শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সে কারণে এ কারখানা বন্ধ করার দাবীতে গত রবিবার স্থানীয় এলাকাবাসী মদনপুরের ছাত্রসমাজকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও বন্দর ইউএনও সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯