আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:২৭

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিক খুন

ডান্ডিবার্তা | ১২ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার ইসদাইরে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে শামীম (১৮) নামের এক গার্মেন্টস শ্রমিককে হত্যা করেছে। গত মঙ্গলবার রাতে ফতুল্লার বিলাশ নগর এলাকায় এলজিডি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শামীম ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার সাগর ভিলার দ্বিতীয় তলার ফ্লাটের জনুব আলীর ছেলে। নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীম সহ তারা তিন বন্ধু হেটে য়াওয়ার সময় এলজিডি কার্যালয়ে সামনে বিলাশনগর এলাকায় বুড়ির দোকান এলাকার শুক্কুরসহ তার বাহিনীর ১৫/২০জন শামীমের ওপর হামলা চালায়। তখন বাধা দিলে শুক্কুরসহ তার লোকজন বিজয় ও শামীমকে এলোপাথারী ছুরিকাঘাত করে। এসময় বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরিকাঘাত করা হয়। ওইসময় শামীম মাটিতে পড়ে গেলে শুক্কুর তার বাহিনী নিয়ে পালিয়ে যায়। এরপর শামীমকে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। শামীমের বড় ভাই বাবলু বলেন, রাত সাতটার দিকে বাসা থেকে একা বের হয়। ১৫-২০ মিনিট পর তাকে মোবাইল ফোনে জানানো হয় আপনার ভাই কে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। সে এখন খানপুর হাসপাতালে আছে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা শামীম কে মৃত ঘোষনা করে। তিনি আরো জানান, একটি মোবাইল কে কেন্দ্র করে তার ভাইকে নাসির গ্রুপের সন্ত্রাসী শুক্কুর সহ তার সহোযোগিরা ছুরিকাঘাত করে হত্যা করে। তিনি বলেন, নিহত শামীমের এক বন্ধুর মোবাইল ঘাতক চক্র ছিনতাই করে নিয়ে গিয়েছিলো। এ নিয়ে বিচার শালিসী ও হয়। এতে ক্ষিপ্ত ছিলো ঘাতক চক্র। তার জের ধরেই ছোট ভাই শামীমকে হত্যা করা হয়। তার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তি চাই। ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, লাশ ঢাকা মেডিকেল মর্গে আছে। হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024