আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৭:৫১

আইভীর দুর্নীতির অনুসন্ধানে মাঠে দুদক

ডান্ডিবার্তা | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সদ্য অপসারিত মেয়র ডা. সেলিনা হায়ত আইভীর বিভিন্ন দুর্নীতি তদন্তে দুদক মাঠে নেমেছে। গতকাল বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বিদায়ী মেয়র আইভীর বিরুদ্ধে নানা অনিয়ম, অনুসারিদের মধ্যে নাসিকের নির্মানাধিন মার্কেটের বিভিন্ন দোকান বরাদ্ধ, আস্থাভাজন কর্মচারীদের চাঁদাবাজি, বর্জ্য ব্যবস্থাপনার নামে কোটি কোটি টাকা আপন দুই ভাইয়ের মাধ্যমে লোপাটসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানান, ডা. সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে চার দলীয় জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন। ২০১৬ ও ২০২২ সালে তিনি ফের নাসিক সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর অন্তর্বতিকালীন সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশসহ দেশের সকল সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করেন। ইতিমধ্যে ডা. আইভীর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামরা দায়ের হয়েছে। আওয়ামীলীগ সরকারের পতনের পর গত ১৫ আগষ্ট আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তার অনুসারিদের নিয়ে পুস্পস্তবক অপর্ন করেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আওয়ামীলীগকে পূর্নগঠন করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতি ও সেলিনা হায়াত আইভীকে সদস্য সচিব করে নতুন কমিটি ঘোষনার প্রস্তুতি চলছে। যদিও পরবর্তিতে সামাজিক মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিটি সঠিক ছিলনা বলে জানা গেছে। তবে এনিয়ে নারায়ণগঞ্জসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। আইভী এ সম্পর্কে বলেন, নতুন কমিটি সম্পর্কে তিনি কিছুই জানেন না। কেউ তার সাথে এনিয়ে আলোচনাও করেনি। এরমধ্যে একাধিক মামলা হওয়ার পর গতকাল দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ডা. সেলিনা হায়াৎ আইভী সিটি মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর ব্যক্তিগত সহকারী হিসেবে আবুল হোসেনকে নিয়োগ দেন। এই আবুল হোসেন ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। আইভীর নিজ নামে নারায়ণগঞ্জ মহানগরে রয়েছে চার-পাঁচটি ফ্ল্যাট। তার ব্যক্তিগত সহকারী আরিফ হোসেনকে সংশ্লিষ্ট পদে পদায়ন না করে একটি বিদ্যালয়ের শিক্ষক হিসেবে পদায়ন করা হয়। আইভীর গাড়ি চালকের নামে নারায়ণগঞ্জ মহানগরের বর কল এবং পানির কল এলাকায় দুটি ফ্ল্যাট রয়েছে। মেয়র আইভীর তার অনুসারিদের নাম মাত্র মূল্যে সিদি করপোরেশনের অর্থায়নে নির্মিত বহুতল বভনের ফ্লাট বরাদ্ধ দিয়ে কোটি কোটি টাকার ক্ষতি করেছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে সিদ্ধিরগঞ্জ অঞ্চলে কঠিন বর্জ্য সংগ্রহ এবং অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পে প্রতি বছর কোটি কোটি টাকা লোপাট করেছেন আইভীর দুই ভাই আলী রেজা রিপন এবং আহম্মদ আলী রেজা উজ্জ্বল। নারায়ণগঞ্জে সাততলা বিশিষ্ট এক বিশাল বাড়ি, নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী চিত্ত বিনোদন ক্লাব ভেঙে সেখানে একটি মার্কেট নির্মাণ করেন আইভী। বাংলাদেশ রেলওয়ের ১৮ একর জমি দখল করে সেখানে শেখ রাসেল পার্ক নির্মাণ করেন। এসব সম্পদ ও দুর্নীতি ছাড়া তার নামে, তার ওপর নির্ভরশীল ব্যক্তি ও নিকটাত্মীয়দের নামে আরও অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বর্হিভূত সম্পদ রয়েছে বলে দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। যে কারণে তার দুর্নীতির প্রকাশ্য অনুসন্ধানের জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিয়োগ বাণিজ্য ও টেন্ডারবাজিসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের তথ্য গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক হয়েছে। এ জন্য তার সম্পদের প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024