ডান্ডিবার্তা রিপোর্ট
স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা আনাচে কানাচে একনো ঘুরে বেড়াচ্ছে। তারা নতুন কোনো ষড়যন্ত্র করতে পারে। এ জন্য সাবধান থাকতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের কাছে এমন বার্তা দিয়েছেন। আর নেতাকর্মীদের প্রস্তুত হতে বলেছেন যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠা করা যায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছি। এতে আংশিক সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আগামীতে বিএনপির সরকার গঠনে সবাইকে সহযোগিতা করতে হবে। সরকার গঠন হলেই বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তাহলে দেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে। এদিকে তারেক রহমানের বক্তব্যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালেও নারায়ণগঞ্জে বিএনপিতে অভ্যন্তরিন কোন্দলে সেই স্বপ্ন বায়স্তবায়ন কঠিন হয়ে পড়বে। নারায়ণগঞ্জে বিএনপিতে চলছে এক রকম ল্যাং মারার রাজনীতি। রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরের বিরুদ্ধে একটি পক্ষ কোমর বেধে নেমেছে। জেলা বিএনপিতেও চলছে ষড়যন্ত্র। তবে সব চেয়ে বেশী বিরোধ মহানগর বিএনপিতে। মহানগর বিএনপি এখন উপনীত হয়ে সংঘাতে। সম্প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বন্দরের তিনগাঁও এলাকায় একটি সভায় যাওয়ার পথে নবীগঞ্জে হামলার শিকার হন। যা নিয়ে মামলা হয়েছে। আর মামলা করা হয়ে মহানগর বিএনপির প্রতিপক্ষ গ্রুপকে। এছাড়া প্রতিপক্ষ গ্রুপকে ঘায়েল করতে বিভিন্ন সভা সমাবেশ করে যাচ্ছে আর নানা ধরনের বির্তকের সৃষ্টি করছে এমন অভিযোগ বিএনপির একাধিক নেতার। মূলত: কেন্দ্র যখন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি ঘোষনা করে তখন থেকেই বিরোধের সৃষ্টি হয়। মহানগর বিএনপিতে যাদের হাত ধরে নারায়ণগঞ্জে বিএনপি প্রতিষ্ঠিত তাদের অবমূল্যায়ন করায় বিরোধের সূত্রপাত। প্রতিষ্ঠিত বিএনপির নেতারা একে একে সেই কমিটি থেকে পদত্যাগ করেন। আর তারা আলাদা ভাবে তারা দলীয় কর্মসূচি পালন করে। পরে বর্তমান কমিটি সেই ত্যাগী নেতাদের নানা ভাবে নাজেহাল করাতে কেন্দ্রে বিভিন্ন কথা বলে তাদের মধ্যে কয়েকজনকে বহিস্কার করিয়ে দলের শক্তি নষ্ট করে দেয়। তারপরও সেই ত্যাগী নেতাকর্মীরা দমে যায়নি তারা আন্দোলন সংগ্রামসহ নানা কর্মসূচি পালন করে গেছে। বিএনপির এক ত্যাগী নেতা বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে যাতের শীর্ষ নেতা বানিয়েছে তাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারী থেকে করে নানা বিতর্খ রয়েছে। আর প্রতিষ্ঠাকালিন সদস্য ও ত্যাগী নেতারা বিগত ১৬ বছর স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের এমপি বা শীর্ষ নেতাদের সাথে সখ্যতা রেখে দলের কর্মীদের বিভিন্ন হামলা-মামলা থেকে রক্ষা করেছে। কিন্তু বিএনপির আদর্শ থেকে বিশ্চুত্তি হয়নি। বর্তমান কমিটির কতিপয় নেতারা সেই সখ্যতাকে পূজি করে ত্যাগী নেতাকর্মীদের মাইনাস করে তাদের ক্ষমতা ধরে রাখতে কেন্দ্রকে ভুল বুঝিয়ে ত্যাগী নেতাদের দলের বাইরে রাখার চেষ্টা করেছে। কিছু দিনের জন্য তারা সফলও হয়েছে। শেখ হাসিনা পতনের পর সকলেই আবার রাজপথে ফিরে এসেছে। আর নেতাকর্মীরা চান সকল বিরোধ মিটিয়ে নতুন করে গণতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে কাজ করা উচতি। তাই এখন আর বিরোধ নয় প্রয়োজন ঐক্য। আর ঐক্য বজায় থাকলেই যা যে সন্মান সে পাবে আর আগামী দিনে বিএনপি তার কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পারবে। তাই বিএনপিতে ঐকের বিকল্প নেই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯