আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৮:৩৩

ফতুল্লায় সড়কে ট্রাক রেখে অবরোধ ৬ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক

ডান্ডিবার্তা | ১৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
পঞ্চবটি-ফতুল্লা সড়কে ট্রাক রেখে ৬ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। গতকাল বৃহস্পতিবার ভোর থেকে সড়কে ট্রাক রেখে অবরোধ শুরু করে ট্রাক চালক ও শ্রমিকরা। জানা গেছে, ফতুল্লায় ট্রাক চালকদের পঞ্চবটীতে সড়কের কাজ করা প্রোজেক্টের কিছু কর্মী মারধর করেছে এমন অভিযোগে তাদের বিচারের দাবিতে সড়কে ট্রাক ফেলে অবরোধ শুরু করে চালকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি। দীর্ঘ ৬ ঘন্টার অবরোধের পর সকাল ১০ টায় সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায়, চালকদের প্রতিনিধি ও প্রজেক্টের কর্মকর্তাদের সাথে আলোচনার মাধ্যমে বৈঠকের পর সুষ্ঠু বিচারের আশ্বাসে এবং মধ্যস্থতার বৈঠকের খবরে অবরোধ প্রত্যাহার করে নেয় চালকরা। চালকদের অভিযোগ, গত বুধবার রাত ২ টার দিকে পঞ্চবটীতে প্রজেক্টের সড়ক দিয়ে ট্রাকের চালকরা জোর করে চলাচল করলে প্রজেক্ট কর্তৃপক্ষ কয়েকজন ট্রাক ড্রাইভারকে মারধর করে। এর জের ধরেই সকাল থেকে ফতুল্লা থানার দুই পাশে সড়কে ট্রাক ফেলে রেখে অবরোধ করে থানার গেটে তারা বিক্ষোভ করেন। বিষয়টি নিশ্চত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান মাহমুদ জানান, গত বুধবার রাতে জাইকার (প্রজেক্ট কর্তৃপক্ষ) লোকদের সাথে ট্রাক চালকদের কিছু একটা ঝামেলা হয়। পরে তারা সড়কে ট্রাক রেখে অবরোধ শুরু করে। আমরা তাদের সাথে কথা বলে সড়ক থেকে ট্রাক সরিয়ে দিয়েছি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। আমরা প্রজেক্টে সেনাবাহিনীর সহায়তায় বিষয়টি সুরাহার জন্য বৈঠক করেছি, কি জন্য এটা হয়েছে সেটা শীগ্রই বেড়িয়ে আসবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা