আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৯:০৯

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ধর্ষক গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থেকে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। সে রাজধানী ঢাকার হাজারীবাগ থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় দীর্ঘদিন যাবৎ পলতাক রয়েছে। গতকাল শুক্রবার র‌্যাব-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এর তথ্য নিশ্চিত করেন। এরআগে গত বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর নয়ামাটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওরফে মিজান রাজধানি ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার মৃত তালেব শিকদারের ছেলে। র‌্যাব জানায়, মিজান বেশ কয়েক বছর প্রবাসে ছিল। পরবর্তীতে সে দেশে এসে বিভিন্ন মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে উইরোপের উন্নত দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলত। অতঃপর তাদের কাছ থেকে টাকা প্রয়সা আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে বাধ্য করে ধর্ষণ করত। এরই ধারাবাহিকতায় রাজধানীর হাজারিবাগ এলাকায় বসবাসকারী কলেজ ছাত্রী ভিকটিম(১৯) কে ইউরোপের উন্নত দেশে নিয়ে যাওয়ার প্রলোভনসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে মিজান। এক পর্যায়ে বিদেশে নিয়ে যাওয়া ও বিয়ের প্রলোভনসহ দেখিয়ে জোর পূর্বক ভিকটিমকে ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ওই কলেজ ছাত্রী বুজতে পারে যে মিজানের প্রতারণার স্বীকার হয়েছে। এরপর সে হাজারীবাগ থানায় মিজানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে মিজান পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা