ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা থেকে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সে রাজধানী ঢাকার হাজারীবাগ থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। ওই মামলায় দীর্ঘদিন যাবৎ পলতাক রয়েছে। গতকাল শুক্রবার র্যাব-১০’র সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এর তথ্য নিশ্চিত করেন। এরআগে গত বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর নয়ামাটি এলাকায় একটি অভিযান পরিচালনা করে মিজানুর রহমান ওরফে মিজানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ওরফে মিজান রাজধানি ঢাকার কদমতলী থানার শনিরআখড়া এলাকার মৃত তালেব শিকদারের ছেলে। র্যাব জানায়, মিজান বেশ কয়েক বছর প্রবাসে ছিল। পরবর্তীতে সে দেশে এসে বিভিন্ন মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে উইরোপের উন্নত দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলত। অতঃপর তাদের কাছ থেকে টাকা প্রয়সা আত্মসাৎ ও প্রতারণার মাধ্যমে বাধ্য করে ধর্ষণ করত। এরই ধারাবাহিকতায় রাজধানীর হাজারিবাগ এলাকায় বসবাসকারী কলেজ ছাত্রী ভিকটিম(১৯) কে ইউরোপের উন্নত দেশে নিয়ে যাওয়ার প্রলোভনসহ বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে মিজান। এক পর্যায়ে বিদেশে নিয়ে যাওয়া ও বিয়ের প্রলোভনসহ দেখিয়ে জোর পূর্বক ভিকটিমকে ধর্ষণ করে এবং গোপনে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে ওই কলেজ ছাত্রী বুজতে পারে যে মিজানের প্রতারণার স্বীকার হয়েছে। এরপর সে হাজারীবাগ থানায় মিজানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে মিজান পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে আদালত থেকে জামিন নিয়ে আত্মগোপনে চলে যায়।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯