আজ বৃহস্পতিবার | ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ | ১৫ রজব ১৪৪৬ | রাত ১২:৪৫

সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যায় আইভী-শামীমসহ ৯৯ জনের বিরুদ্ধে মামলা

ডান্ডিবার্তা | ১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা মো. তুহিন (৩৬) হত্যার ঘটনায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান করে ৯৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত ব্যক্তির স্ত্রী আলেয়া আক্তার মীম (২৮) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে আড়াইহাজার আসনের সাবেক সংসদ নজরুল ইসলাম বাবু, সোনারগাঁ আসনের কায়সার হাসনাত, রূপগঞ্জ আসনের গোলাম দস্তগীর গাজী, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আনুমানিক ৫টার দিকে রিকশা চালক মো. তুহিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে গেলে ১ নম্বর আসামি অর্থাৎ শামীম ওসমানের নির্দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গুলিবর্ষণ করে। তখন শামীম ওসমানের হাতে থাকা অস্ত্র দিয়ে নিহত ব্যক্তিকে উদ্দেশ্য করে গুলি করলে ওই ব্যক্তির মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর পরিবার তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ পর্যন্ত নারায়ণগঞ্জে আইভীর বিরুদ্ধে ৪টি হত্যা মামলা দায়ের করা হলো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা