ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে বিগত হাসিনা সরকারের শাসন কালে নারায়ণগঞ্জের প্রভাবশালী গডফাদারখ্যাত সাবেক এমপি শামীম ওসমান, তার স্ত্রী জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও তার সেকেন্ড ইন কমান্ড মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সন্ত্রাসী শাহ নিজামের আশির্বাদপুষ্ট বিশেষ পেশার দুই গুণধর ব্যক্তি, সুচতুর ধান্দাবাজ ও চাটুকার আসাদুজ্জামান নুর ও হাসান মজুমদার বাবলু। বিগত দিনে গডফাদারের সিন্ডিকেট থেকে বিশেষ আর্থিক সুবিধা গ্রহন, ইপিজেডে ব্যবসায়িক সুবিধা আদায়সহ নানাবিধ সুযোগ-সুবিধা গ্রহনের মধ্য দিয়ে বিপুল পরিমান অর্থ-বিত্তের মালিক বনে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যায় ওসমান পরিবারসহ তাদের অনুগত সন্ত্রাসীরা। ক্ষমতার পট পরিবর্তনের পর ভোল পাল্টে নিজেদের পিঠ বাঁচাতে বিএনপির নেতা কর্মীদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিভিন্ন সূত্রে জানা যায়, বিগত হাসিনা সরকারের শাসন কালে নারায়ণগঞ্জের প্রভাবশালী গডফাদারখ্যাত সাবেক এমপি শামীম ওসমান তার মাফিয়া সাম্রাজ্যের আধিপত্য এবং লুটপাটকে অটুট রাখতে নারায়ণগঞ্জে কর্মরত গনমাধ্যম কর্মীদের মধ্য থেকে ওসমান পরিবারের অনুগত কিছু সুবিধাবাদী ব্যক্তিদের সমন্বয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলে। ওই সিন্ডিকেট ওসমান পরিবারের নির্দেশে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক বিরোধী সংগঠনের বিরুদ্ধে প্রপাগান্ডা চালায়। বিনিময়ে তারা ওসমান পরিবারের কাছ থেকে ব্যবসাসহ আর্থিক সুবিধা গ্রহন করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন বলেও জানা যায়। জানা যায়, একসময় সোনারগাঁয়ের এক প্রভাবশালী নেতার সুপারিশে বসুন্ধরা গ্রুপের কালেরকন্ঠে নিয়োগ পায় বিতর্কিত আসাদুজ্জামান নুর। কালেরকণ্ঠে যোগদানের পর থেকেই বেপরোয়া হয়ে উঠে সে। চাঁদাবাজী, সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ব্লাকমেইলিং সহ নানাবিধ অপকর্মে ফুঁসে উঠে সোনারগাঁবাসী। বিক্ষুব্দ জনতা নুরের শাস্তির দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। পরে কালেরকন্ঠের সোনারগাঁ প্রতিনিধির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। তখন সোনারগাঁ থেকে বিতারিত হয়ে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের নয়াআটি মুক্তিনগর এলাকায় বসবাস শুরু করে সে। দীর্ঘদিন কোনঠাসা থাকার পর লবিং করে পুনরায় কালেরকণ্ঠে সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হয় নুর। তখন থেকেই তার সাথে সখ্যতা গড়ে উঠে আরেক গুণধর ব্যক্তি হাসান মজুমদার বাবলুর সাথে। সেও কোন অংশে কম যায় না। তার বিরুদ্ধেও নারী কেলেংকারীসহ নানান অভিযোগ রয়েছে বলে জানা গেছে। দুই জনে মিলে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় শুরু করে বেপরোয়া ধান্দাবাজী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের আস্থাভাজন ভূমিদস্য সাজু ওরফে পিস্তল সাজুর সাথে গভীর সম্পর্ক ঘরে তুলে। এই সম্পর্কের কারণে ও নগদ অর্থের বিনিময়ে জাল জালিয়াতের মাধ্যমে জমির ভুয়া মিউটেশন সহ বহু আকাম করে বেড়াতো। তাদের এই কাজের বিনিময়ে সাজু তাদেরকে নগদ অর্থ ও জমি কিনে দিয়েছে বলে একটি সূত্র জানায়। সাজু বিভিন্ন এলাকায় মানুষের জমি দখল করেছে বলে অভিযোগ রয়েছে। সাজু তাদেরকে নিয়ে দেশের বিভিন্ন স্থান সহ ওমরাহ করে এসেছে বলে জানা যায়। এছাড়াও ধনাঢ্য ব্যক্তিদের টার্গেট করে শুরু করে অপরাধমূলক সংবাদ। সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করে অনেকের কাছ থেকেই হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের অর্থ। একটি অনলাইন তৈরী করে এই দুই গুণধর শুরু করে ব্লাকমেইলিং। রফা-দফা হয়ে গেলেই অনলাইন পোর্টাল থেকে তড়িৎ সড়িয়ে ফেলে নিউজ। এভাবে দীর্ঘদিন ধরে নানান অপকর্ম করে এই পেশার সুনাম ক্ষুন্ন করছে তারা। এই দুই সুচতুর ব্যক্তির বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে ভুক্তভোগীরা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯