এর আগে পাকিস্তানে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ঐতিহাসিক জয় তুলে নেন টাইগাররা। ঐ ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে নিজের প্রাইজমানি বন্যার্তদের দিয়ে দিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর সিরিজ জুড়ে পুরস্কার পাওয়া লিটন দাস, মেহেদী হাসান মিরাজও নিজের প্রাইজমানি নিজেদের কাছে না রেখে তা দিয়ে সহায়তা করার ঘোষণা দিয়েছিলেন। লিটন বন্যার্তদের আর মিরাজ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ হওয়া রিকশাচালকের পরিবারকে।