ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাব্বী মিয়া (২২) নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আাসামি করে ৭০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আরও ২০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। নিহত শিক্ষার্থী মো. রাব্বী মিয়া সাউথইস্ট ইউনিভার্সিটি’র ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ণরত ছিলো। গত শনিবার দিবাগত রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এরআগে বুধবার রাতে নিহত ছাত্র রাব্বী মিয়ার বড় ভাই মো, অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এ হত্যা মামলার আবেদন করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে স্বৈরাচারী আওয়ামী সরকার সাধারণ ছাত্র-ছাত্রী ও জনতার উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী ও সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা ব্যাপক নিপীড়ন ও নির্যাতন শুরু করে। গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডস্থ ১০ তলার পিছনে পাইনাদী নতুন মহল্লা এলাকার চার তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বী মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মামলার আসামি শামীম ওসমান, শাহ নিজাম ও ইয়াছিনের নির্দেশে উল্লেখিত অন্যান্য আসামিদের ছোড়া গুলিতে বাদী অন্তর মিয়ার ভাই রাব্বী মিয়া গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার আসামিরা হলেন, এ.কে.এম শামিম ওসমান (৬৪), শাহ নিজাম (৫৬), ইয়াসিন (৬২), আজমেরি ওসমান (৪৫), আলহাজ্ব মোঃ – মজিবর রহমান (৭৮), অয়ন ওসমান (৩৭), মতিউর রহমান মতি (৫৫), আশরাফ (৪৮), পানি আক্তার (৩৮), মানিক মাষ্টার (৪৮), ভাগিনা মামুন (৪০), নুরউদ্দিন মিয়া (৫৫), নুর ছালাম (৬৫জজ মিয়া (৫৫), নুরুল ইসলাম (৬৮), শাহজালাল বাদল (৪২), আব্দুল হাই মেম্বার (৬০), মোঃ কবির হোসেন (৪২), মোঃ মজিবুর রহমান (৫২), মোঃ আল আমিন (৩০), মোঃ আমিনুল ইসলাম (৩৫), ইব্রাহিম (৩০), চায়না মাসুদ (৩৫), বাবু (৩৮), মোঃ জয়নাল (৪৫), আনোয়ার হায়াত হিমেল (৩৮), মিজানুর রহমান (৩৮), মিনহাজর রহমান (রাইয়ান) (২৫), শরীফ হোসেন ইরান (৩৮), রানা (৩০), বশির আহম্মেদ (৪৮), আমিনুল হক রাজু (৫৩), রাকিব (২৮), মোঃ আরিফ (২৪), মুন্না (২৮), দোলন (৩০), শান্ত (২৫), আব্দুল হামিদ (৫৮), গুজালিটন (৪৫), হীরা (৪০), শাহজাহান সাজু (৫৮), রায়হান শরীফ (৩২), মোঃ সালাউদ্দিন (৩৫), সামাদ ব্যাপারি (৫২), হাবিবুল্লাহ হবুল (৫০), মতিউর রহমান সাগর (৩৭), হান্নান (৪২), মাহবুবুর রহমান (৪৯), রুহুল আমিন (৪৬) মোঃ খোরশেদ আলম (৫০), ৫১। মোঃ সাইদুল আলম (৪৮), তানজিম কবির সজু (৪০), মোঃ নাজিম উদ্দিন নাজু (৬৫), মাসুম শেখ বুশরা ট্রেডার্সের মালিক (৫১), তাজিম বাবু (৫৫), সালাউদ্দিন আনি (৪২), মোঃ হিরা (৩৮), আমির ভান্ডারী (৬০), লোকমান (৬২), আলাউদ্দিন খান (৫৫), রাজু (৩৮), মাসুদ (৪০), আল আমিন (৩৫), ইঞ্জি. সানোয়ার (৩৮), রাতুল (৩০), বালু শাহজাহান (৫৫), আঃ আওয়াল (৫৯), সালাউদ্দিন সানি (৪৮), আহম্মেদ কাউছার (৪৮), রাজু আহম্মেদ (৪৮)।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯