ডান্ডিবার্তা রিপোর্ট
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি শাফায়েত হোসেন ও মামুন মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে র্যাব-১১। গতকাল রোববার নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে ছয় দিনের রিমান্ড শেষে আসামিদের হাজির করে পুনরায় আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজমেরী ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা। গ্রেপ্তার আসামিরা আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন, ছয় দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা আরও পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বাবু বলেন, ন্যায়বিচারের স্বার্থে মামলার আসামিদের রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তিনি বলেন, এ হত্যাকা-ের ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অনেকের নাম এসেছে। তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আলোচিত এই হত্যাকা-ের অজানা আরও অনেক কিছু বেরিয়ে আসবে। এর আগে ১১ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থেকে আজমেরী ওসমানের গাড়িচালক মো. জামশেদকে গ্রেপ্তার করে র্যাব-১১। পরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে র্যাব। আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ গ্রেপ্তারের তিন দিন আগে ৮ সেপ্টেম্বর ত্বকী হত্যা মামলায় সম্পৃক্ততার অভিযোগে শহরের চাষাঢ়া এলাকা থেকে শাফায়েত হোসেন ও শহরের কালিরবাজার এলাকা থেকে মামুন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে কাজল হাওলাদারকে গ্রেপ্তার করে র্যাব-১১। এই তিন আসামিকে ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যাব। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চার সেলে আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছেন। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজও আদালতে পেশ করা হয়নি। ত্বকী হত্যার দ্রুত অভিযোগপত্র দাখিল ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ধারাবাহিকভাবে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ প্রতিবছর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, গোলটেবিল বৈঠক, শিশু সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯