আজ বৃহস্পতিবার | ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১ | ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:২২

না’গঞ্জে সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না

ডান্ডিবার্তা | ১৮ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৫৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে নতুন করে কোনো শীর্ষ সন্ত্রাসীর জন্ম হতে দেয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গতকাল মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাথে সৌজন্য সাক্ষাতে এমন হুশিয়ারী দেন তিনি। পুলিশ সুপার এসময় বলেন, নারায়ণগঞ্জে যানজট, ফুটপাত, মাদকসহ বিভিন্ন সমস্যা আছে, এসব সমস্যা সমাধানে আমরা চেষ্টা করবো। আপনারা সাংবাদিকরা বলেছেন, আগে এখানে বিভিন্ন সন্ত্রাসী, বড় টপ টেররের নামে চাঁদাবাজি, বিভিন্ন পরিবারের নামে এখানে চাঁদাবাজি হয়েছে। আমি আপনাদেরসহ নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে বলতে চাই, এই জেলার পুলিশ সুপার হিসেবে আমি যতদিন দায়িত্বে থাকবো, ততদিন এখানে নব্য কোনো টপ টেররের জন্ম হতে দেয়া হবে না। এর আগে, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাব সদস্য সাংবাদিকবৃন্দ। এসময় প্রেসক্লাব সভাপতি আরিফ আলম দিপু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, ৫ আগস্টের আগে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে অনেকেই মুখে মুখে আন্তরিকতার দাবি করলেও ভেতরে ভেতরে হকারদের প্রশ্রয় দিতো। তবে, এখন তারা নেই। আর বিএনপির কোনো সিনিয়র নেতৃবৃন্দ হকার ও ফুটপাত থেকে চাঁদাবাজি করবে বলে মনে হয় না। হয়তো নামধারি নেতাকর্মীরা কিছু অপকর্মে লিপ্ত হতে পারে। তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন নিতে হবে। সর্বোপরি, নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যা সমাধানে এবং একটি উন্নত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়তে প্রেসক্লাব সর্বদা প্রশাসনের পাশে থাকবে। আমরা আমাদের লেখনির মাধ্যমে ভালো পদক্ষেপগুলো নারায়ণগঞ্জবাসীকে জানাবো এবং অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করবো। এসময় প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল বলেন, ইজিবাইক চলাচল বন্ধ করলে চালকরা স্ট্রাইক করলে করুক, নারায়ণগঞ্জের মানুষ আপনার পাশে থাকবে। ফুটপাত দখল মুক্ত করতে পারলে নারায়ণগঞ্জবাসী মুক্তভাবে হাটাচলা করতে পারবে। এসকল কাজে সাংবাদিকরা সর্বদা আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, ০৫ আগস্টের আগে নারায়ণগঞ্জের মানুষ বলতো উত্তর-দক্ষিণ মেরুর দ্বন্দ্বের কারণে অনেক কাজ করা যেতো না। আরও পরিস্কারভাবে বললে, শামীম ওসমান ও আইভীর দ্বন্দ্বের কারণে অনেক কাজ করা সম্ভব হতো না। এখন তো তারা নেই। এখনও যদি আগের অবস্থা থাকে, তাহলে কেমন হলো? তাই মানুষের স্বাচ্ছন্দে জীবন যাপনের জন্য ফুটপাত হকার মুক্ত রাখতে এবং নগরীর যানজট নিরসনে পুলিশকেই এগিয়ে আসতে হবে। কেননা, পুলিশকে মানুষ যত খারাপই বলুক না কেন, দিনশেষে পুলিশ ছাড়া সমাজে চলা যায় না। এজন্য পুলিশের প্রতিই আমাদের দাবি থাকে বেশী। সকলের বক্তব্য শেষে পুলিশ সুপার বলেন, যানজট নিরসনে নারায়ণগঞ্জ পুলিশ ইতিমধ্যেই নতুন করে কাজ শুরু করেছে। ইতিমধ্যে আমরা ইজিবাইক ও অটোরিক্সা চালকদের বলে দিয়েছি, এসকল যানবাহন কোনোভাবেই যেন শহরে প্রবেশ না করে। এই কথা বলার পর, শহরে ইজিবাইকের সংখ্যা অনেকাংশে কমেছে। তারপরও আমরা আগামীকাল থেকে অভিযানে নামবো, ম্যাজিষ্ট্রেটও থাকবে আমাদের সাথে। পুলিশ লাইনস ডাম্পিং স্টেশন খালি করে রেখেছি, অবৈধ যানবাহন পেলেই সেগুলো ডাম্পিংয়ে পাঠাবো। ফুটপাত প্রসঙ্গে এসপি বলেন, আপনারা (সাংবাদিকরা) যদি চান, এই নারায়ণগঞ্জে ফুটপাতে হকার  থাকবে না, তাহলে নারায়ণগঞ্জের কোথাও কোনো ফুটপাতে হকার থাকবে না। সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং ক্রেস্ট উপহার দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সভাপতি আরিফ আলম দিপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী সদস্য এম এ সালাম, আবু সাউদ মাসুদ, মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, সাবেক সভাপতি খন্দকার শাহআলম, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা করিম, নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য অহিদুল হক খান, দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী, সদস্য নাহিদ আজাদ, এম আর কামাল, আমির হোসাইন স্মিথ, মনির হোসেন, প্রণব রায়, শওকত আলী সৈকত, রাকিব উল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাগর প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:২৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩২
  • ১১:৫৭
  • ১৬:১৯
  • ১৮:০৬
  • ১৯:২০
  • ৫:৪৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024