ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে মানববন্ধন করেছে রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ওরফে বালু হাবিবের নেতাকর্মীরা। গত সোমবার দুপুর ২টার দিকে রূপগঞ্জের ভুলতা এলাকায় এ মানববন্ধন আয়োজন করা হয়। এদিকে অভিযোগ উঠেছে লোক ভাড়া করে জাপান-বাংলা প্রধান আড়ত দখলের জন্য জাপান-বাংলা গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বিরুদ্ধে এই মানববন্দন করিয়েছেন হাবিব। মানববন্ধনে ওই সব্জি আড়তের তিন শতাধিক ব্যবসায়ীর মধ্যে ৩ জন ব্যবসায়ী অংশ নেন। এছাড়াও বালু হাবিবের পক্ষে মানববন্ধনে অংশ নেন তার ভাতিজা মো. আউয়ুব, যুবলীগ নেতা কামরুল ইসলাম, মজিবুর রহমান, তৃণমূল বিএনপি নেতা আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মোমেন মিয়া, ফরিদ আহমেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, জাপান-বাংলা প্রধান আড়তটির যায়গা ১০ বছরের জন্য ভাড়া নেন আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ওরফে বালু হাবিব। পরে তা মজিবুর রহমান নামের তার এক ব্যবসায়ীক অংশীদারের কাছে সাব ভাড়া দেন। তাদের কাছ থেকে ব্যবসায়ীরা দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছেন। এখন সরকার পতনের পর জমির মালিক সেলিম প্রধান সেসব দোকান পুনরায় ভাড়া দিতে চান। ব্যবসায়ীরা বার বার দোকান ভাড়া নিতে চান না। এদিকে জাপান-বাংলা প্রধান আড়তের মালিক সেলিম প্রধান জানান, রূপগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান ওরফে বালু হাবিব চক্রান্ত করে আমাকে প্রশাসনের সহযোগিতায় জেলহাজতে পাঠায়। এ সুযোগে হাবিব ও তার বন্ধু মজিবুর আমার জমিতে জোরপূর্বক দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দেয় এবং আমার স্বাক্ষর জাল করে একটি ভুয়া ইজারার নামে দলিল সম্পাদন করে। সরকার পতনের পর আমরা আমাদের আড়ত দখলে নিই। আমার ওই আড়ত কোনো সন্ত্রাসী কিংবা চাঁদাবাজকে দখল করতে দেয়া হবে না। এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত দেয়া হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯