নিজস্ব সংবাদদাতা
কেজিএফ ও হোন্ডা বাহিনীর স্মৃতিগুলো মনে করে এখনো আতকে উঠে বন্দরের ব্যবসায়ী হতে শুধু করে সর্বস্থরের লোকজন। হোন্ডা বাহিনীর নের্তৃত্ব দিত পিজা শামীম ও আক্তার নূর। বয়সে সিনিয়র হলেও আর্থিক স্বাস্থ্য হাসিলে ব্যবহার করতো হোন্ডা বাহিনী। যে বাহিনীর সদস্যদের বয়স ২০/ ২৫ বছরের মধ্যে। সকলের স্ট্যাইল দেখলে মনে হতো বিশাল অর্থশালী ও প্রভাবশালী পরিবারের সন্তান তারা। পিজা শামীম ও আক্তার নূর নিজ স্বার্থে হোন্ডা বাহিনী দিয়ে শহর ও বন্দর দাবড়িয়ে বেড়াতো। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পদত্যাগ করলে লাপাত্তা হয়ে যায় সেই হোন্ডা ও কেজিএফ বাহিনী। কেজিএফ ও হোন্ডা বাহিনীর সদস্যরা লাপাত্তা, তাদের গডফাদার পিজা শামীম ও আক্তার নূর কোথায়। তাদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। আইন শৃঙ্খলা বাহিনী পিজা শামীম ও আক্তার নূরসহ কেজিএফ ও হোন্ডা বাহিনীর বিরুদ্ধ অবস্থান নিলে বেরিয়ে দেশের সবচেয়ে আলোচিত ঘটনার সূত্র। দুই বাহিনীর অবৈধ অস্ত্র উদ্ধার করতেও সহজ হবে। নারায়ণগঞ্জবাসীর জন্য এক আতংকের নাম ছিল হোন্ডা বাহিনী। হোন্ডা বাহিনীর তান্ডবলীলা এমন একটা অবস্থায় গিয়েছিল যা সর্ব মহলে আলোচিত ও সমালোচিত ছিল। অনেকটা আতংকের নাম ছিল ওই হোন্ডা বাহিনীর। যে বাহিনীর নের্তৃত্ব দিয়ে পিজা শামীম, আক্তার নুর এমন কোন হীন কাজ নেই যা করেনি। ঝুট সেক্টর নিয়ন্ত্রণ, অন্যোর জায়গা দখলসহ অভিযোগে অভিযুক্ত ছিল হোন্ডা বাহিনী। পিজা শামীম ও আক্তার নুরের মূল হাতিয়ার ছিল হোন্ডা বাহিনী। সেই হোন্ডা বাহিনীর মূল হোতা পিজা শামীম, আক্তার নুরকে গ্রেফতারের দাবী এলাকাবাসীর। সূত্র মতে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার কঠোর অবস্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়লে সারা দেশের দৃশ্যপট যেন খনিকে পাল্টে যায়। ৫ আগস্ট দুপুর ৩ টা হতে দেশব্যাপী ছাত্র জনতার পাশাপাশি বিএনপি মিছিল করে। খনিকের মধ্যে একেবারে লাপাত্তা হয়ে পড়ছে নারায়ণগঞ্জবাসীর কাছে এক আতংকের নাম হোন্ডা বাহিনী। যে হোন্ডা বাহিনী নারায়ণগঞ্জ রাজনৈতিক পরিবার আজমেরী ওসমানের ছিল। ওসমান পরিবারের বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলেই বিশাল অত্যাচারের শিকার হতে হত। নারায়ণগঞ্জ বহুল প্রকাশিত পত্রিকা সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলা করে হোন্ডা বাহিনী। যে ঘটনায় মামলা এখনো চলমান। পিজা শামিম ও আক্তার নুরের নের্তৃত্বে শহর হতে বন্দর চষে বেড়াত হোন্ডা বাহিনী। বিশাল শক্তি প্রয়োগ পূর্বক ওই সময় এক কাউন্সিলারকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পাশ করাতে উঠে পড়ে লাগে। পরে বিশাল অংকের টাকার বিনিময়ে তার পক্ষ নেয়। পরবর্তীতে খোকন ভেন্ডারের বাড়ির আক্রমনের দুই দিন পর পিজা শামীমের জোয়ার বোর্ড অফিসে তার জন্মদিন পালন করে। প্রভাবশালী পরিবারের প্রভাবে একাধিক হোন্ডা বাহিনীর তান্ডব লীলায় অনেকটা হতাশাগ্রস্ত ছিল এলাকাবাসী। তাদের হোন্ডা বাহিনীর বিরুদ্ধে কেউ কথা বলতে চাইলেই শুরু হত নতুন নতুন গল্প। সেই হোন্ডা বাহিনীর মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। আর যাতে কোন হোন্ডা-গুন্ডা বাহিনীর কবলে পড়তে না হয় এমনই ভাষ্য ভুক্তভোগীদের। পিজা শামীম, আক্তার নূরের নের্তৃত্বে হোন্ডা বাহিনী বিগত সরকারের সময়ে ফরাজীকান্দায় দিবালোকে প্রকাশ্যে গুলি করে। তাদের ওই হামলায় সাবেক রাইসুল চেয়ারম্যানের ছেলে পারভেজসহ তার স্ত্রী গুলি বৃদ্ধ হয়। তার কয়দিন পর পারভেজ মারা যায়। এর পূর্বে নবীগঞ্জ লৌহিয়া পুল এলাকার শাহেনেওয়াজের বাড়িতে বিশাল হোন্ডা নিয়ে মহড়া দেয়। এবং প্রকাশ্য হুমকি, প্রাননাশের হুমকি দেয়। যা সর্বমহলে বেশ আলোচিত হলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে। বর্তমান প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন কেজিএফ ও হোন্ডা বাহিনীর বিরুদ্ধ ব্যবস্থা গ্রহনের জন্য।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯