আজ শুক্রবার | ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১ | ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ | সকাল ৯:৪৮

নবীগঞ্জে মেলার ঐতিহ্য নষ্ট করছে জুয়ার আসর

ডান্ডিবার্তা | ১৯ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দরের নবীগঞ্জে কদম রসুল দরগাহ শরীফে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ:) উপলক্ষে ঐতিহ্যবাহী লোকজ মেলা বসেছে। দরগাহ বরাবর নদীর ঘাটে লোকজ মেলায় নাগর দোলা, চরকীসহ বিভিন্ন প্রসাধনী ও খাবারের দোকান বসে মেলার ঐত্যহ্য ধরে রেখেছে। মেলায় বিভিন্ন দর্শনার্থীরা ঘুরে আনেন্দ উপভোগ করছেন। কিন্তু নবীগঞ্জ হাটে কতিপয় নেতার ছাত্র ছায়ায় জুয়ার আসর বসানোর কারণে মেলার ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। স্থানীয় লোকজন বিনোদনের জন্য মেলাকে ধরে রাখার জন্য নবীগঞ্জ হাটের জুয়ার আসর বন্ধ করে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান। স্থানীয় এক দর্শনার্থী জানান, শত শত বছর ধরে নবীগঞ্জে মেলার ঐতিহ্য রয়েছে। মেলাকে কেন্দ্র করে দুর দরান্ত থেকে হাজার হাজার মানুষ এসে মেলায় বিনোদন উপভোগ করেন। তারা বলেন, দরগাহ বরাবর মেলার পরিবেশ সুন্দর থাকলেও নবীগঞ্জ হাটে কতিপয় নেতার ছত্রছায়ায় জুয়ার আসরে মেলার ঐতিহ্য নষ্ট হচ্ছে। নয়তো আগে এ মেলায় সার্কাস, যাত্রপালা, লাঠিখেলাসহ বিভিন্ন উপভোগীয় অনুষ্ঠান হতো। আস্তে আস্তে তা বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে সাধারণ মানুষের বিনোদনের জন্য এ মেলা বেশা কিছুদিন স্থায়ী হলে এলাকার মানুষ বিনোদন পাবে এবং আগত ব্যবসায়ীরা কিছুটা হলেও লাভবান হবে। কয়েক দিনের বৃষ্টির কারনে মেলা তেমন জমেনি। এখন বৃষ্টি কমে যাওয়ায় মেলা জমতে শুরু করছে। আর সুযোগে জুয়ারিরা নবীগঞ্জ হাটে জুয়ার আসর বসিয়ে মেলার ঐতিহ্য নষ্ট করছে। আমাদের দাবি নবীগঞ্জ হাটের জুয়ার আসর উচ্ছেদ করে মেলার ঐতিহ্য রক্ষায় প্রশাসন কাজ করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৩০
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:০০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫
  • ১১:৫৫
  • ১৬:১৫
  • ১৮:০০
  • ১৯:১৪
  • ৫:৪৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024