ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ের ৭টি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। শুধু তাই নয়, ইউপি চেয়ারম্যানদের নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনরা রাজনৈতিক মামলা দায়ের করায় আত্মগোপনে চলে যাওয়ার কারণে তালাবদ্ব করে রাখে। ফলে জন্ম, মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ, ট্রেড লাইসেন্স, নাগরিক সনদ, চারিত্রিক সনদসহ ৩০টি সেবা বন্ধ রয়েছে। সেবাগুলো বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। দ্রুত সমস্যা সমাধান করে সেবা দেওয়ার ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ। জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে সোনারগাঁ উপজেলা গঠিত। ইউপি চেয়ারম্যান পরিষদের না থাকার কারনে পুরো উপজেলায় ৪লাখ তিনশ আটান্ন জন মানুষের সেবা বন্ধ হয়ে আছে। সোনারগাঁয়ের কাঁচপুর, সাদিপুর, জামপুর, নোয়াগাঁও বৈদ্যেরবাজার, পিরোজপুর, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের কার্যালয় তালাবদ্ব করে রাখা হয়েছে। তবে বাকি তিনটি পরিষদে কিছু কিছু কাজ চলছে। শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একের পর এক ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউপি চেয়ারম্যানদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে ইউপি কার্যালয় গুলোতে তালাবন্ধ করে কর্মচারীরা চলে যান। এ ঘটনায় ক্ষুদ্ধ হয় সেবা প্রার্থীরা। ইউনিয়ন পরিষিদ বিধিমালা সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে চেয়ারম্যানদের কাজ পরিচালনা এবং জনসেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩৩, ১০১ এবং ১০২ অনুযায়ী বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক স্ব স্ব অধিক্ষেত্রের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করবেন। ইউপি সদস্যদের দাবি, ইউপি চেয়ারম্যানরা রাজনৈতিক মামলায় আসামী হয়ে আত্মগোপনে চলে যাওয়ার পর সচিব ও ইউপি সদস্যরা বের হয়ে গিয়ে কার্যালয়গুলো তালাবন্ধ করে দেয়। এতে করে ভোগান্তিতে পড়েছেন সেবা প্রার্থীরা। তাছাড়া চেয়ারম্যানদের অনুপস্থিতির সুযোগে বিএনপি পন্থী ইউপি সদস্যরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কোন সরকারী নিয়ম ও নীতির তোয়াক্কা করা হচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউপি সদস্য জানান, আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্বজনরা হত্যা ও হত্যা চেষ্টা মামলা দেয়। মামলা দেওয়ার পর থেকে চেয়ারম্যানরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে যাওয়ার কারনে পরিষদের কার্যক্রমে অংশ নিতে পারছেন না। পিরোজপুর ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান সুমন বলেন, সচিব পদে সরকারীভাবে নিয়োগ প্রাপ্ত। তারা যে সরকার আসবেন সেই সরকারের হয়ে কাজ করবেন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, ইউপি চেয়ারম্যান অনুপস্থিত থাকলে ইউপি সদস্যদের মধ্য থেকে প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন এটা স্বাভাবিক। তবে কেউ টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো বোকামি ছাড়া কিছুই না। ইউপি বিধিমালা বলতে কিছু রয়েছে। সেই বিধিমালার আলোকে পরিষদ পরিচালিত হবে। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, সচিবরা নিয়মিত অফিস করছেন। চেয়ারম্যানরা গ্রেপ্তার এড়াতে অফিস করছেন না। তবে বিএনপির পক্ষ থেকে নাগরিক সেবা নিয়মিত করার জন্য সকল প্রকার সহযোগিতা করবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, ইউপি চেয়ারম্যানরা অনিয়মিত অফিস করলে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। অব্যাহতির পর নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। তবে প্যানেল চেয়ারম্যানে সমস্যা হলে প্রশাসক নিয়োগ করা হবে। তবে টাকার বিনিময়ে যে কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ার সুযোগ নেই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯