আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৯:০৪

সেনাবাহিনীতেই আস্থা নগরবাসীর

ডান্ডিবার্তা | ২১ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে সেনাবাহিনীর টহল জোরদার করায় নগরবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। জুলাই ৩৬ আন্দোলনে আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশে আইন শৃঙ্খলা কাঠামো ভেঙ্গে পড়ে। কারণ পতিত সরকারের একমাত্র আস্থাভাজন পুলিশ বাহিনীর উচ্চ পর্যায়ের কতিপয় কর্মকর্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে নির্বিচারে ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছিল। যার কারণে আওয়ামীলীগ পতনের পর ঐ সকল কর্মকর্তাদের অপরাধের কারণে সারা দেশে পুলিশ থানা ফাঁড়িতে হামলা হয় এবং বেশ কয়েকজন পুলিশ নিহত হয়। এতে করে পুলিশ বাহিনীতে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কার্যক্রম। যা এখনো ঠিক হয়নি। পরে অন্তর্বতিকালীন সরকার গঠনের পর এই নতুন সরকার পুলিশ বাহিনীকে পুনরায় সাজানোর কাজে হাত দেয়। আর যে সকল পুলিশ কর্মকর্তা সেই পতিত সরকারের হয়ে গণগত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। অনেকে গ্রেফতার হয়েছেন আবার অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে অনেক পুলিশ সদস্যও চাকুরিতে যোগ না দেয়ায় পলিশের কার্যক্রমে ব্যঘাত সৃষ্টি হচ্ছে। আর শহরে কমে গেছে পুলিশী টহল। এতে করে শহর ও শহরতলীর অনেক স্থানে বেড়েছে ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি। এতে করে অস্বস্তিতে ভোগতে থাকে নগরবাসী। গত ৪দিন আগে বন্দরের রামনগর এলাকায় ভোরে হাসপাতালে যাওয়ার লোকের গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। যারা আওয়ামীলীগ নেতার ছাত্রছায়ায় লালিত পালিত। সে আওয়ামীলীগ নেতা আত্মগোপনে চলে গেলেও তার ডাকাত বাহিনী প্রতিনিয়ত ডাকাতি ও ছিনতাই করে বেড়াচ্ছে। এমন অভিযোগ বন্দরের ভ’ক্তভোগিদের। দেশে অরাকতা নিয়ন্ত্রনে অবশেষে অন্তর্বতি সরকার সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। আগামী দুই মাস এই সিদ্ধান্ত বলবত থাকবে। এতে করে নগরবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার পর অনেকস্থানে দখলবাজি কিছুটা থেমেছে। তারপরও বিচ্ছিন্ন ভাবে দলীয় পরিচয় ব্যবহার করে অনেকে দখলবাজি চালানোর চেষ্টা করে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল পতিত আওয়ামীলীগ সরকার। পরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামীলীগ পতনের পর সারা দেশের মানুষ যখন বিজয় উল্লাস করে সেই সুযোগে এক শ্রেনীর অতিলোভী লোক বিভিন্ন স্থাপনায় ভাংচুর অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। দেশে তৈরী হয় একটি অস্থিতিশীল পরিবেশ। তিন দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বতী সরকার গঠিত হয়। বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, তারা সেনাবাহিনীর উপর আস্থা রাখেন বেশী। তবে সেনা বাহিনীর পাশাপাশি পুলিশী কার্যক্রম জোরদারের দাবি জানান নগরবাসী। পুলিশী টহল জোরদার হলেই ছিনতা ও ডাকাতির মত ঘটনা অনেকটা কমে আসবে। এ ব্যপারে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার বলেন, আমাদের সকল থানায় পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ তবে অল্প কয়েক দিনের মধ্যে পুলিশী কার্যক্রম পুরোদমে শুরু হয়ে যাবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা