ডান্ডিবার্তা রিপোর্ট
রাজনৈতিক পটপরিবর্তনের পর সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও শুরু হয় সহিংসতা। জেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকা- ও সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া নেতাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যায় দলটি। গত কয়েক দিনে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। নারায়ণগঞ্জের পরিস্থিতি আগের চেয়ে অনেক স্বাভাবিক হলেও এখনও বেশ কয়েকটি উপজেলায় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দলটি। দখল, চাঁদাবাজি, নিজেদের মধ্যে মারামারি ও সহিংসতার তথ্য পাচ্ছেন তারা। এ নিয়ে বিব্রত দলটির নীতিনির্ধারকরা। এ ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন জেলা বিএনপি। এদিকে নানা অপকর্মে জড়িতরা বেশিরভাগই ‘অনুপ্রবেশকারী’ বলে দাবি বিএনপি নেতাদের। তাদের মতে, দলের কোনো পদ-পদবিতে নেই। ছিলেন না কোনো কর্মসূচিতে। আন্দোলন-সংগ্রামেও দেখা যায়নি বিগত দিনে। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারাই এখন বিএনপির ‘নেতাকর্মী’ সেজে গেছেন। দাপট দেখাতে শুরু করেছেন নিজ নিজ এলাকায়। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন দখল, চাঁদাবাজি আর অপকর্মে জড়িয়ে পড়ছেন অনেকে। এ পরিস্থিতিতে ‘অনুপ্রবেশকারী’ কথিত নেতাকর্মীর বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তও রয়েছে। পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এদিকে অপকর্মকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়াসহ শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নানা নির্দেশনা দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, দলের অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির ওয়ার্ড থেকে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে কোন কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক ব্যক্তিকে যোগদান করানো যাবে না। সূত্রমতে, দলের গঠনতন্ত্র না মানায় একাধিক নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন। খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এখনও বেশ কিছু স্থানে চলছে চাঁদাবাজি ও দখল। আবার নিজ এলাকার অবস্থান ধরে রাখতে নিজ দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এদিকে, দলের কারও সংশ্লিষ্টতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি। তবে এসব অপকর্মের সঙ্গে জড়িতরা বেশিরভাগই ‘অনুপ্রবেশকারী’ বলে তথ্য পেয়েছে দলটি। আবারও কোনো কোনো নেতার বিরুদ্ধে ‘অনুপ্রবেশকারীদের’ নিয়ে পক্ষ ভারি করার অভিযোগও পাওয়া গেছে। জানা গেছে, গত ১৩ আগস্ট নারায়ণগঞ্জ আড়াইহাজারের কালাপাহারিয়া ইউনিয়নে সরকারি সফর আলী কলেজের সাবেক এজিএস ও আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহবায়ক আবু হানিফের ওপর হামলা হয়।বিএনপির হাইকমান্ডের নির্দেশনা পেয়ে গ্রামের সাধারণ মানুষদের নিয়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বৈঠক শেষে ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি এখন রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আবু হানিফ বলেন, ‘কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও, জুলুম যেন না করা হয়, গ্রামকে সুন্দর করে পরিচালনা করার জন্য ওই বৈঠক করেছিলাম। বৈঠক শেষ করে বের হলে ৭০-৮০ জন লোক পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নির্দেশে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেনের নেতৃত্বে এই হামলা হয়। অথচ মোবারক এক সময় ছাত্রলীগ করত। ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কায় নির্বাচন করেছে, আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের সঙ্গে মিছিল-মিটিংয়ের ছবিও আছে। তিনি আরও বলেন, ‘আমাকে এলোপাতাড়ি কুপিয়েছে। ডান হাতের চারটি রগ কেটে ফেলেছে। চাইনিজ কুড়াল দিয়ে বাম হাতে আটটি কোপ দিয়েছে। পরে স্থানীয় লোকজন আসলে ফাঁকা গুলি করে পালান তারা। আমার ওপর হামলা করার সময় তারা বারবার বলছিল, আজাদ ভাই নির্দেশ দিয়েছে তোকে মেরে ফেলার জন্য। তুই সুমনের (বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন) হয়ে নেতৃত্ব দিস। তোরে সরিয়ে দিলে সুমন কারে নিয়ে রাজনীতি করে দেখিয়ে দিব।’এ বিষয়ে নজরুল ইসলাম আজাদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। জেলা বিএনপির একজন নেতা জানান, পটপরিবর্তনের পর কয়েকটি উপজেলায় ভোল পালটে আওয়ামী লীগ ক্যাডাররা এখন বিএনপি সেজেছে। তাদের দাপটে এক সময় বিএনপি সোজা হয়ে দাঁড়াতে পারত না। এখন তারাই আবার বিএনপি হয়ে দাপট দেখাচ্ছে। এরই মধ্যে দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মও শুরু করেছে তারা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন মামলা-হামলার শিকার স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী নেতাকর্মী। তারা এসব ‘হাইব্রিড’ ঠেকাতে চেষ্টা করছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯