ডান্ডিবার্তা রিপোর্ট
গণঅভ্যুথানে হাসিনা সরকারের পতনের পর সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী, ঝুট ব্যবসার নিয়ন্ত্রক, চাঁদাবাজ ও মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীরা গাঁ ঢাকা দিলেও প্রকাশ্যে বিচরণ করছে আদমজীর চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক স¤্রাট নাহিদ ও সেলিম মজুমদার। বহাল তবিষতে চলছে তাদের অপরাধ কর্মকান্ড ও চাঁদাবাজি। এছাড়াও আদমজী বিহারী ক্যাম্পে নাহিদের বন্ধকৃত মাদকের আস্তানাও ফের চালুর পায়তারা চলছে। বর্তমানে রাঘঢাক করে চলছে মাদকের বেচাকেনা। ওই দুই দুর্ধর্ষ সন্ত্রাসীর অপরাধ কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসী। এদিকে অপরাধ কর্মকান্ড টিকিয়ে রাখতে সেলিম মজুমদার সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হলেও রাতারাতি ভোলপাল্টিয়ে বিএনপি নেতা পরিচয়ে দাবড়িয়ে বেড়াচ্ছে। সম্প্রতি নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক পলাতক মতিউর রহমান মতির একটি চাঁদাবাজির উৎস কেন্দ্র সোনামিয়া বাজার থেকে নাগীনা জোহা সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় দেড় শতাধিক দোকান দখলে নিয়ে নেয় ওই দুই দুর্ধর্ষ সন্ত্রাসী। নিয়মিত সেখান থেকে দৈনিক চাঁদা আদায় করছে। এছাড়াও মতির অন্যান্য অবৈধ অর্থের উৎস স্থল দখল করতে বেপরোয়া হয়ে উঠেছে তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকান্ডের ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামিসহ সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, চাঁদাবাজী, ছিনতাই, জমি দখল, মারামারি, লুটতরাজের ঘটনায় তাদের বিরুদ্ধে রয়েছে কমপক্ষে ডজন খানেক মামলা। এরপরও প্রকাশ্যে তাদের অবাধ বিচরণ ও রামরাজত্বে বিষ্ময় প্রকাশ করেছে এলাকাবাসী। অনুসন্ধানে জানাযায়, আদমজী নতুন বাজার এলাকার পক্ষি মজিবরের ছেলে নাহিদ এক সময় সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতির অনুসারী ছিলেন পরবর্তীতে মতির সাথে তার বিরোধ সৃষ্টি হয়। তার পর থেকে আদমজী নতুন বাজার এলাকায় তৈরী করে সন্ত্রাসী বাহিনী। এ বাহিনী দিয়ে শুরু করে ছিনতাই মাদকসহ নানান অপরাধ কর্মকান্ড তার অত্যাচারে এলাকার সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, নহিদ এক সময় বিহারী ক্যাম্প ও নতুন বাজার এলাকায় এক ত্রাসের রাজত্ব কয়েম করে তুলে। তার রয়েছে কয়েকটি বাহিনী। এসব বাহিনী দিয়ে বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে নাহিদ। এদের দিয়ে মাদক ব্যবসা, ছিনতাই ও চাদাঁবাজিসহ নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে। আদমজী বিহারী ক্যাম্পটি ছিল নাহিদের মাদকের স্বর্গরাজ্য। তার ভয়ে কেউ প্রতিবাদ করতে পারেনা। কেউ যদি প্রতিবাদ করত তাহলে তার ওপরে নেমে আসত পাশবিক নির্যাতন। এরফলে অন্যকারো ইচ্ছা থাকলেও তার বিরুদ্ধে কেউ মূখ খুলার সাহস পেতনা। নাহিদের বিরুদ্ধে রয়েছে মাদকের প্রায় ডজন খানেক মামলা। বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দুটি হত্যা মামলারও আসামি নাহিদ। গত ৫ আগস্ট বিকালে সিদ্ধিরগঞ্জ থানায় হমলা লুটপাটারে ঘটনায়ও নাহিদের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। তবে তাদের দাবি নাহিদকে গ্রেপ্তার করে বিচারে মুখুমুখি করার দরকার। অপরদিকে সেলিম মজুমদার সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সময় সাবেক কাউন্সিলর সিরাজ মন্ডলের অনুসারি সে। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি সাথে যোগ দেয়ার পর আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে এবং বিভিন্ন মিছিল মিটিংয়ে সক্রীয় ছিল সেলিম মজুমদার। একাদশ জাতীয় নির্বাচনের ৩ মাস পূর্বে সেলিম মজুমদার নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির নাম ভাঙ্গিয়ে নতুন বাজার এলাকার আলমগীর ও ফারুকের ডিস ব্যবসা জোর পূর্বক নিয়ে যায়। চলতি বছরের মার্চ মাসে আলমগীর ও ফারুক তাদের ডিসের ব্যবসা ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও তা আর দেয়নি। গত ৫ আগস্টের পর থেকে সেলিম মজুমদার ও নাহিদের সন্ত্রাসী বাহিনী নিয়ে নতুন বাজার এলাকায় মহড়া দেয়। এতে এলাকার ব্যবসায়ীরা আতংঙ্কিত হয়ে পড়ে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এলাকায় নাহিদ নতুন বাজারের এই সড়কটিতে অফিস রুম করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও বিভিন্ন মামলার আসামী ইউছুব, বিল্পব, রাতুল, রমজান, মুরাদ,কাল্লু, ফেকু, বিল্লাল, নষ্ট সুজন,আরো অনেককে দিয়ে প্রকাশ্যেই ইয়াবা, হেরোইন ও গাঁজা বিক্রী দিয়ে এলাকায় মাদক ব্যবসা করাতো বলে অভিযোগ ছিল। নাহিদের অর্থ দিয়েই মাদক এনে ব্যবসা করতো এরা। নাহিদ-সেলিমের অপরাধ কর্মকান্ডে অতিষ্ঠ এলাকাবাসীর দাবি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদের সব্বোর্চ শাস্তির নিশ্চিত করে এমন দৃষ্টান্ত স্থাপন করা হউক যাতে আর কেউ কোনো সন্ত্রাসী কর্মকান্ড করার সাহস না পায়।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯