আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ১১:১০

ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪২৩ জনে

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হওয়া ১ হাজার ৪২৩ জনের নামের প্রাথমিক তালিকা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। এই উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম বলেন, এক মাস যাচাই-বাছাইয়ের পর পাওয়া আহতের সংখ্যা ২২ হাজার। চিরতরে পঙ্গু বা অঙ্গহানি হয়েছে এমন ব্যক্তি ৫৮৭। আন্দোলনে চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন ৬৮৫ জন। এর মধ্যে ৯২ জনের দুই চোখের আলো চিরতরে নিভে গেছে। তারেকুল বলেন, সরকার যখন নিহত পরিবারের আর্থিক অনুদানের ঘোষণা দেয়, তখন আমাদের কাছে অনেক নাম আসতে থাকে। সব মিলিয়ে দুই হাজার নিহতের নাম থেকে প্রাথমিকভাবে আমরা ১ হাজার ৪২৩ জনের তালিকা করেছি। এটি আরও যাচাই-বাছাই করে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করব। প্রাথমিক তালিকায় পুলিশ, ছাত্রলীগ বা আন্দোলনে নিহত অন্যরাও রয়েছেন। পরে যাচাই-বাছাই করে শুধু নিহত ছাত্রদের এ তালিকায় ঠাঁই দেওয়া হবে। আহতদের নিয়ে কাজ করাটা বেশ কষ্টসাধ্য। কারণ এ সংখ্যা অনেক বেশি। এর মধ্যে আমরা যখন তথ্য সংগ্রহ করি, তখন আন্দোলনে আহত না এমন অনেকে চলে আসে। আহতদের শুধু নাম পাওয়া যায়; মোবাইল নম্বর, ঠিকানা পাওয়া যায় না। তারপর যাচাই করতে গিয়ে দেখেছি, এদের মধ্যে অনেকে আন্দোলনে আহত হননি। হাসপাতালে ভর্তি, যাদের অঙ্গহানি হয়েছে, চোখের দৃষ্টি হারিয়েছে, গুলি লেগেছে– এমন রোগীর কাছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জুলাই শহীদ ফাউন্ডেশন আর্থিক সহায়তা পৌঁছে দেবে বলে জানিয়েছেন তারেকুল ইসলাম। কোটাবিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হয়, তা তীব্র রূপ নেয় ১৫ জুলাইয়ের পর। ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে মারা যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। পরে আন্দোলনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে সহিংসতাও। সরকার পতনের এক দফা দাবিতে ছাত্র আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারত পালিয়ে যান। আন্দোলনে হতাহতদের তালিকা তৈরি করতে গত ১৫ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। এর প্রধান স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব ও কমিটির প্রধান মুহাম্মদ হুমায়ুন কবির। কমিটি তাদের প্রতিবেদন দিলে গত ৯ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, বৈষম্যবিরোধী আন্দোলনে সারাদেশে অন্তত ৬৩১ জন নিহত, ১৯ হাজার ২০০ জনের বেশি আহত হয়েছেন। সেটাও ছিল প্রাথমিক তালিকা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা