আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ১১:০৯

গাজীর পরিণতি দেখে রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে ব্যবসায়ীরা

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের শিল্পপতি ও ব্যবসায়ীরা সাবেক মন্ত্রী ও রূপগঞ্জ আসনের সাবেক সংসদ সদ্য গোলাম দস্তগীর গাজীর পরিনতি দেখে অনেক ব্যবসায়ী ও শিল্পতি রাজনীতি থেকে দুরে সরে যাওয়ার চেষ্টা করছেন। তারা এখন রাজনীতি থেকে আগ্রহ হারাচ্ছেন। রাজনীতিতে অনভিজ্ঞ কিন্তু টাকা আছে- বিগত দিনে এমন ব্যক্তিদেরই দখলে ছিলো নারায়ণগঞ্জের রাজনীতির মাঠ। এখানো তারা মাঠ ছেড়ে যায়নি। শিল্প প্রতিষ্ঠান ও সম্পত্তি রক্ষায় রাজনীতিকে আকড়ে ধরে রেখেছেন তারা। তবে রূপগঞ্জের সাবেক এমপি ও আওয়ামীলীগ নেতা গোলাম দস্তগীর গাজীর করুণ পরিণতি দেখে নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ী বা শিল্পপতিরা এখন রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন। তারা মনে করছেন ভবিষ্যতে তাদেরও গাজীর মতো করুণ পরিণতি বরণ করতে হবে। এবং হারাতে হতে পারে ব্যবসা বাণিজ্যসহ বিশাল সাম্রাজ্য। জানা গেছে, আওয়ামীলীগ ছাড়া বিএনপি ও জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের অনেকেই বড় ব্যবসায়ী। বিশেষ করে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর বিএনপির রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে যুক্ত আছেন এমন শিল্পপতির সংখ্যা অনেক। তারা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে বসে আবার কেউ কেউ প্রকাশ্যে রাজনীতি করে আসছিলেন। এদের মধ্যে বেশিরভাগই চেয়েছিলেন এমপি হতে। যার জন্য বছরের পর বছর কোটি কোটি টাকা খরচের পাশাপাশি ক্ষমতার পালাবদলের অপেক্ষায় ছিলেন। কিন্তু গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগ ঘেঁষা শিল্পপতিদের অবস্থা দেখে তারা নিজেদের সামলে নিতে শুরু করেছে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এমন অনেক শিল্পপতির এখন বেহাল দশা। সকাল বিকেল কোর্ট প্রাঙ্গনে হাজিরা, রিমান্ড ও হাজতে দিন কাটছে তাদের। এদের মধ্যে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান ও নারায়ণগঞ্জের গাজী গ্রুপের কর্ণধার গোলাম দস্তগীর গাজীও রয়েছে। গত ২৫ আগষ্ট রাজধানীর শান্তিনিকেতনের একটি বাসা থেকে গাজীকে আটক করা হয় এবং ১৩ আগষ্ট ঢাকার সদরঘাট থেকে আটক করা হয় সালামান এফ রহমানকে। গ্রেপ্তারের পর রূপগঞ্জে অবস্থিত গাজীর শতকোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠান গাজী টায়ার্সসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানে হামলার পর লুটপাট করেছে স্থানীয় বাসীন্দারা। সেখানে গাজীর বিপুল সম্পত্তিও ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। শুধু ব্যবসা প্রতিষ্ঠানই নয় রূপগঞ্জে গাজীর হাজার হাজার নেতাকর্মীও কোনঠাসা অবস্থায় আছে। এদিকে জেলখানায় আটক গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। সবশেষ গত ১৮ সেপ্টেম্বর বিকেলেও গাজীকে একটি মামলায় নারায়ণগঞ্জ আদালতে তোলা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা