ডান্ডিবার্তা রিপোর্ট
বিশ্ব নদী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা শাখার সদস্যরা। মানববন্ধনে অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে তাদের বক্তব্যে বলেন, দখল এবং দূষণের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার পাশাপাশি নদীর গতিপথ পরিবর্তন হয়ে নৌপথ ধংস হয়ে যাচ্ছে। নদী রক্ষায় সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানানো হয়। একই সঙ্গে বিগত দিনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ নগরের অপরিশোধিত বর্জ্য পরিশোধনের জন্য পানি শোধনাগার নির্মাণ না করায় সদ্য বিদায়ী মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর কঠোর সমালোচনা করা হয়। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ নগরের সেন্ট্রাল খেয়া ঘাটে শীতলক্ষ্যা নদীর তীরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বহু জনকল্যাণ মূলক আন্দোলনের নেতা রফিউর রাব্বি বলেন, যাদের কোমরে জোর রয়েছে তারাই নদী দখল করে। শীতলক্ষ্যার তীরে চারশটি ডাইং কারখানার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব কারখানার বর্জ্য পরিশোধন ছাড়াই সরাসরি নদীতে ফেলা হচ্ছে। নদীকে রক্ষায় সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান তিনি। সেই সঙ্গে নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যাকে দখল দূষণ থেকে বাঁচাতে এক হাজার কোটি টাকার বাজেট দাবি করেন তিনি
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯