ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর থানা পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় ছিনতাইকারী আল আমিন(৩৭)কে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে মহজমপুর এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে ছিনতাই ও ডাতাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। ছিনতাইকারি আল আমিন মহজুমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রয়েছে থানায় একাধিক মামলা। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, গত শনিবার সকালে ব্যবসায়ী জাকির হোসেন তার কাপড়ের দোকানের কর্মচারি লোকনাথ চন্দ্র দাসকে এক লাখ টাকা দিয়ে মালামাল আনতে ঢাকা পাঠান। লোকনাথ টাকা নিয়ে আল আমিনের বাড়ির সামনে পৌঁছালে আল আমিন ধারালো অস্ত্র (সুইচ গিয়ার) ঠেকিয়ে টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে এঘটনায় ওই কর্মচারি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আল আমিনের ঘর থেকে ছিনতাই, ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি রাম দা, একটি সুইচ গিয়ার, একটি চাপাতি, তিনটি ছুরি, ২০টি এসএস পাইপ ও কাঠের তৈরি লাঠি উদ্ধার করে। এলাকাবাসী জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড মসজিদ থেকে লাঙ্গলবন্দ ব্রিজ ও মহজমপুর গ্রামের রাস্তায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার নারী-পূরুষ চলাচলের সময়ে ছিনতাইয়ের কবলে পড়ে টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার খুইয়েছন। এছাড়াও লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম মিজানুর রহমান ছনিতাইকারী আল আমিনের হাত থেকে রক্ষা পায়নি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯