আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৯:০৪

অস্ত্রসহ ছিনতাইকারি গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বন্দর থানা পুলিশ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় ছিনতাইকারী আল আমিন(৩৭)কে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে মহজমপুর এলাকায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে ছিনতাই ও ডাতাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল রোববার সকালে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। ছিনতাইকারি আল আমিন মহজুমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে রয়েছে থানায় একাধিক মামলা। কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, গত শনিবার সকালে ব্যবসায়ী জাকির হোসেন তার কাপড়ের দোকানের কর্মচারি লোকনাথ চন্দ্র দাসকে এক লাখ টাকা দিয়ে মালামাল আনতে ঢাকা পাঠান। লোকনাথ টাকা নিয়ে আল আমিনের বাড়ির সামনে পৌঁছালে আল আমিন ধারালো অস্ত্র (সুইচ গিয়ার) ঠেকিয়ে টাকা ও একটি মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়। পরে এঘটনায় ওই কর্মচারি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আল আমিনের ঘর থেকে ছিনতাই, ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি রাম দা, একটি সুইচ গিয়ার, একটি চাপাতি, তিনটি ছুরি, ২০টি এসএস পাইপ ও কাঠের তৈরি লাঠি উদ্ধার করে। এলাকাবাসী জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড মসজিদ থেকে লাঙ্গলবন্দ ব্রিজ ও মহজমপুর গ্রামের রাস্তায় প্রতিদিনই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন পেশার নারী-পূরুষ চলাচলের সময়ে ছিনতাইয়ের কবলে পড়ে টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার খুইয়েছন। এছাড়াও লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জেম মিজানুর রহমান ছনিতাইকারী আল আমিনের হাত থেকে রক্ষা পায়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা