ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে পাইনাদী নতুন মহল্লায় আবু বক্কর সিদ্ধিক (২৫) এবং জনি (২৬) নামে দুই যুবকের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যা হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর ৩শ’ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। চিকিৎসা শেষে রাতেই আহত আবু বক্কর সিদ্ধিক আবির (১৮), রিদয় (২০) সুজন ওরফে দনা পট্রি (২৬), বিল্লাল (১৯), ওয়াসিম (২০), এমদাদুল (২০) এর নাম উল্লেখ করে অজ্ঞাত ২৫/৩০ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। হামলাকরীরা সবাই পাইনাদী নতুন মহল্লা এলাকার বাসিন্দা। শনিবার দিবাগত রাতে পাইনাদী নতুন মহল্লার ধনু হাজী রোড ব্রীজের ওপরে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানাযায়, অভিযুক্তরা সবাই মাদক দ্রব্য ক্রয় বিক্রয় এর সাথে জড়িত। বাদীর বন্ধুর ছোট ভাই রনি (২০) এর সহিত ওয়াসিমের সাথে গত শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটির সৃস্টি হয় এনিয়ে তাদের মধ্যে সৃষ্টি হয় বিরোধ। এর জের ধরে শনিবার দিবাগত রাত ৮টার দিকে পাইনাদী নতুন মহল্লা এলাকায় ধনু হাজী ব্রীজ এর উপরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র সুইচ গ্রেয়ার এসএস পাইপ, চা পাতি, দা, চাইনিজ কুড়াল ও কাঠের ডাসা নিয়ে অতর্কিতভাবে হামলা আবুবকর সিদ্দিক ও তার বন্ধু জনি (২৬) এর উপর হামলা চালায়। এসময় তারা এসএসপাইপ, কাঠের ডাসা দিয়ে এলোপথারী বেধড়ক মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে চা পাতি দিয়ে কুপিয়ে আবুবর সিদ্ধিকের মাথায় বাম পাশের পিছন সাইটে গভীর ক্ষত ও গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে বিবাদীরা গুরুতর আহত দুজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সুযোগমত পেলে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯