আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৯:০০

না’গঞ্জে বন্ধন পরিবহন দখল নিতে সংঘর্ষ ও প্রকাশ্য অস্ত্রবাজি

ডান্ডিবার্তা | ২৩ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা বন্ধন পরিবহনের দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষে প্রকাশ্য পিস্তল হাতে গুলি ছুড়তে দেখা গেছে এক যুবককে। গতকাল রোববার বিকেল ৪টায় কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষের সময়ে ওই দৃশ্য দেখা যায়। সংঘর্ষকালে ভাংচুর করা হয়েছে শ্রমিক ইউনিয়নের অফিস। এতে শ্রমিক ইউনিয়নের দুই নেতাসহ দুই পক্ষের ২৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমিক ইউনিয়নের নেতাদের মারধর ও অফিস ভাঙচুরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এঘটনায় যৌথবাহিনী ৮জনকে আটক করে। রাত ৮টায় এ রিপোর্ট লেখার সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন সদর থানার ওসি নজরুল ইসলাম। টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, গত আওয়ামীলীগ সরকার আমলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে সিটি বন্ধন পরিবহনের নিয়ন্ত্রনে ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন ও আওয়ামী লীগ নেতা আইউব আলী। এর আগে বিএনপির সময়ে এ পরিবহনের নাম ছিল বন্ধন পরিবহন। তখন এটার নিয়ন্ত্রক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব উল্লাহ তপন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিটি বন্ধন পরিবহনের দখল নেয় লিটন হোসেন ও এমডি দেলোয়ার। তারা মূলত কারাবন্দী সাবেক ছাত্রদল নেতা জাকির খান অনুসারী। এদিকে গতকাল রোববার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে বন্ধন পরিহনের কয়েক বাস হতে সিটি বন্ধন এর নাম পরিবর্তন করে শুধু বন্ধন পরিবহন লিখে দেয় তপনের ভাগ্নে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত হোসেন রানা সহ তাদের অনুসারী পরিবহন নেতারা। ওই সময়ে তারা ৫৬ টাকা ভাড়ার স্থলে ৫৪ টাকা ভাড়া নির্ধারণ করেন। দুপুর ২টায় জাকির খান অনুসারী মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে বাস কাউন্টারের সামনে জড়ো হয়। সেখানে আগে থেকেই থাকা রানার অনুসারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় আগ্নেয়াস্ত্র বের করে বেশ কয়েকজনকে গুলি করতে দেখা যায়। দুপুর দেড়টার দিকে জাকির খানের গ্রুপের সমর্থক লিটন ও সালাউদ্দিন সাল্লুর নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে টার্মিনালটি দখলমুক্ত করার চেষ্টা করেন। তাঁরা বন্ধন পরিবহনের কাউন্টারের চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় সেখানে জাকির খানের গ্রুপের একজনকে অস্ত্র হাতে দুটি ফাঁকা গুলি ছুড়তে দেখা গেছে এবং সেখান থেকে মাহবুব উল্লাহর অনুসারীরা পালিয়ে যান। এদিকে বিকেল তিনটার দিকে সাখাওয়াত হোসেনের পক্ষের অর্ধশতাধিক সন্ত্রাসী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে জাকির খানের গ্রুপকে ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া–সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। বিকেল ৪টায় সেনা বাহিনীর লোকজন চলে গেলে আবারো দুই পক্ষ একে অপরের উপর হামলা করে। ওই সময়ে কয়েকজনের হাতে অস্ত্র দেখা গেছে। এতে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চললে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুনরায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত করে এবং ঘটনাস্থল থেকে ৮জনকে আটক করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করে। সিটি বন্ধন পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, ‘২০০৯ সালে বন্ধন পরিবহনের গাড়ি ছিল মাহবুব উল্লাহর। পরে তিনি গাড়ি বিক্রি করে চলে যান। আমরা সাধারণ গাড়িমালিক ও শ্রমিকেরা মিলে সিটি বন্ধন নামের পরিবহন পরিচালনা করে আসছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি নেতা মাহবুব উল্লাহ তাঁর ভাগনে সাখাওয়াতের নেতৃত্বে আবার সিটি বন্ধন পরিবহন দখলে নেন। তাঁদের হামলায় পরিবহনমালিক ও শ্রমিকদের সাতজন আহত হয়েছেন। গাড়ি না থাকলেও চাঁদাবাজি করার জন্য সিটি বন্ধন পরিবহন দখলে নিয়ে বন্ধন নামে তাঁরা চালাতে চান বলে অভিযোগ করেন তিনি। অভিযোগের বিষয়ে জানতে সাখাওয়াত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া যায়নি। এ ছাড়া লিটনের সঙ্গে যোগাযোগ করে তাঁকেও পাওয়া যায়নি।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা