নাসির উদ্দিন
দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাইরে বিএনপি। আওয়ামীলীগ শাসনামলে বিএনপি কয়েক দফা সরকার পতন আন্দোলন করে ব্যর্থ হয়। পতিত আওয়ামীলীগ সরকারের দমন পীড়নে বিএনপি একেবারেই নাজেহাল অবস্থায় চলে যায়। কিন্তু জুলাই ৩৬ ছাত্র-জনতার গণ-অভ’্যত্থানে স্বৈারাচারী শেখ হাসিনার সরকার পতনের পর সারা দেশে বিজয় উল্লাস হয়। সাধারণ মানুষ যেন স্বস্তির নি:শ^াস ফেলে। আর এ সুযোগটি কাজে লাগিয়ে এক শ্রেনীর নামধারী নেতাকর্মীসহ সুবিধাবাদীরা মেতে উঠে লুটপাট আর দখলবাজিতে। যা নিয়ে দেশের মানুষ আবার বিভ্রান্তের মুখে পড়ে যাচ্ছে। সাধারণ মানুষ মনে করেছিল আওয়ামীলীগ দীর্ঘ ১৬টি বছর দেশের মানুষকে শোসন করেছে। সেই শোসনকারী স্বৈারাচারী সরকারের পতন হয়েছে এখন হয়তো ভাল কিছু দেখা যাবে। কিন্তু দেখা যাচ্ছে বিএনপির নামে চাঁদাদাবি, হাট, মাঠ, ঘাট ও পরিবহন সেক্টর দখল নিয়ে শুরু হয়ে লড়াই। ঝুট সেক্টর দখল নিয়ে সংঘর্ষে জড়াচ্ছে নিজেরা। চাঁদাবাজির ভয়াবহতা ঠিক কত তা টের পাওয়া যায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স ও বিকেএমইএ’র শীর্ষ নেতাদের কথায়। জেলার শীর্ষ এসকল ব্যাবসায়ী সংগঠনের অফিস থেকেও চাঁদা আদায়ের কথা অসহায় ভাবে জানান তারা। সাধারণ মানুষ বলছে বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। আর এখনই তাদের এই নৈরাজ্য তাতে মনে হয় আওয়ামীলীগের আমলের নৈরাজ্য এখনো আছে শুধু হাত বদল হয়েছে। যেখানে বিএনপি দখলবাজিতে ব্যস্ত সেই সময় জামায়ত বিভিন্ন সামাজিক কাজে ব্যস্ত। বিএনপির নামে চলছে দখলবাজি আর জামায়ত দিচ্ছে আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা ও ডেঙ্গু সনাক্তে কিট। রোপন করছে বিভিন্ন গাছের চাড়া। আস্তে আস্তে সাধারণ মানুষের আস্থা অর্জনে জামায়াত মাঠে আর বিএনপি দখলবাজি করে দুরে সরে যাচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। দীর্ঘ ১৬ বছর সাধারণ মানুষের যে সহানুভ’তি ও ভালবাসা জন্মেছিল তা বিএনপির নামধারী নেতাকর্মীরা ধুলায় মিশিয়ে দিচ্ছে। নারায়ণগঞ্জ একটি শিল্প অধ্যষিত অঞ্চল। এ জেলায় রয়েছে কয়েক হাজার পোষাক কারখানা। প্রায় অর্ধকোটি মানুষের বসবাস। এ জেলাকে ধনী জেলা হিসাবেও বিবেচনা করা হয়। বিগত আওয়ামীলীগ সরকারের সময় নারায়ণগঞ্জটি ছিল একটি পরিবারের কাছে জিম্মি। তাদের অনুসারিরা নিয়ন্ত্রণ করত সকল সেক্টরসহ অপরাধ জগত। তাদের ভয়ে কেহ মুখ খুলে কথা বলতে পারেনি। ছাত্র-জনতার আন্দোলনে মানুষের মুখে যখন কথা বলার সাহস ফিরে এসেছে সেই সময় বিএনপির কতিপয় নামধারীরা সেই আওয়ামী কায়দায় সাধারণ মানুষের কন্ঠ রোধ করা অপচেষ্টা চালাচ্ছে। এতে করে তারা সাধারণ মানুষের কাছ থেকে দুরে সরে যাচ্ছে। এদিকে কেন্দ্রীয় বিএনপি বার বার বলছে, কোন প্রকার নৈরাজ্য নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু এর বালাই নেই নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে বিএনপি আছে আন্দোলনে যে সকল হত্যাকান্ড ঘটেছে সেই সকল মামলায় নিজ দলের প্রতিপক্ষদের নাম জুড়ে দিচ্ছে। ছাড় দেয়া হচ্ছে না সাংবাদিকদের। একই দল করলেও তাদের মতের বিরোধ হলেই মামলায় ঢুকিয়ে দেয়া হচ্ছে। আর এসকল মামলার বাদী জানেই না কারা কারা আসামী। কিছু দিন আগেও বিসিকে ও আদমজী ইপিজেডে ঝুট সেক্টর দখল নিয়ে ঘটেছে নিজেদের মধ্যে সংঘর্ষ। তারা এখন চর দখলের মত বিভিন্ন সেক্টর দখলে মেতে উঠেছে। কোন দল কাকে বিতারিত করে সেক্টর দখল নিবে। আর এজন্য চলছে লড়াই। গত রোববার নারায়ণগঞ্জে বন্ধন বাসের পরিবহন সেক্টর দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ঘটে গেল তুলকালাম কান্ড। প্রদর্শিত হলো আগ্নে অস্ত্র। সারাদিন নারায়ণগঞ্জ টার্মিনাল এলাকাটি বিরাজ করে অস্থিরতায়। আর ভোগান্তির শিকার হয় সাধারণ মানুষ। শুধু তাই নয় সে অস্থরতার করণে গতকাল সোমবারও বন্ধছিল বন্ধর বাস সার্ভিস। এতে করে ঢাকাগামী যাত্রীরা শিকার হয় ভোগান্তির। যা করেছিল ১৬ বছর আগে আওয়ামীলীগ। একই পথে হাটছে নারায়ণগঞ্জ বিএনপি। আর নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের ইন্ধন রয়েছে এ সকল ঘটনায় এমন অভিযোগ বিএনপির একাধিক নেতার। তারা বলেন, এ সকল সেক্টরের যে চাঁদা আসবে তার ভাগ পাবে সেই শীর্ষ পর্যায়ের নেতারা। যার করনে কেন্দ্রীয় বিএনপি বার বার সর্তক করলেও তারা থামছে না। যা ইতিমধ্যে খোঁজ কবর রাখছেন কেন্দ্রীয় বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা। আর এজন্য বড় পরিবর্তন আসতে পারে নারায়ণগঞ্জ বিএনপিতে এমন গুঞ্জন শুনা যাচ্ছে। তবে যে পথে হাটছে নারায়ণগঞ্জ বিএনপি হয়তো সামনে তাদের জন্য কেন্দ্রীয় বিএনপিকে কঠোর খেসারত দিতে হতে পারে। এমনটাই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯