ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনকালে প্রকাশ্যে যেসব অস্ত্র সাধারণ মানুষ দেখেছে তার কোনটাই এখনো উদ্ধার হয়নি। এমনকি গত রবিবার প্রকাশ্য দিবালোকে নারায়ণগঞ্জ বাস টার্মিনালে অস্ত্র প্রদর্শন করতে দেখা গেছে। নারায়ণগঞ্জবাসী মনে করে এসব অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর সাড়াশি অভিযান দ্রুত শুরু করা উচিৎ। অবশ্য ‘২০০১ সালের আগে পুরো জেলা পুলিশের ফোর্সের কাছে যত অস্ত্র ছিল, আমার কাছে এর চেয়ে বেশি অস্ত্র ছিল। মিথ্যা কথা বলে লাভ নেই।’ ফতুল্লা-ষিদ্ধরগঞ্জ আসনের সাবেক এমপি শামীম ওসমানের এমন মন্তব্যে বেশ উত্তাপ ছড়িয়েছিল বছর চারেক আগে। তাও জেলা পুলিশ লাইন মাঠে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ এর আলোচনা সভাতে ওই মন্তব্য করেন শামীম ওসমান। বিষয়টি তখন সর্বত্র তোলপাড় হয়। যদিও পরদিন শামীম ওসমান বক্তব্য থেকে সরে আসার চেষ্টা করেন। চার বছর পর সেই বক্তব্যের প্রতিফলন ফুটে উঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জে প্রকাশ্য অস্ত্রের যে মহড়া দেখিয়েছিলেন তাতে করে শামীম ওসমানের সেই বক্তব্য যে অমূলক ছিল না সেটাও স্পষ্ট। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ‘১৯ জুলাই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় চাষাঢ়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত মহড়া দেয় শামীম ওসমান ও তার বাহিনী। এদিন আন্দোলনকারীদের লক্ষ্য করে বৃষ্টির মত গুলিবর্ষণ করা হয়। সড়ক দখল নিয়ে মুখোমুখী অবস্থানে ছিলো আন্দোলনকারী ও শামীম ওসমানের অনুসারীরা।’ ভিডিওতে দেখা যায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছুড়তে ছুড়তে এগোচ্ছেন শামীম ওসমান ও তার বাহিনী। প্রকাশিত ভিডিওতে শামীম ওসমানের সাথে অস্ত্রহাতে দেখা গেছে তার শ্যালক তানভীর আহমেদ টিটু, বেয়াই ফয়েজউদ্দিন লাভলু, বেয়াইর ছেলে ভিকি, এবং একজন নামধারী সাংবাদিক যার দুই হাতে দুটি অস্ত্র ছিলো। গুলিবিদ্ধের পর ২২ জুলাই মারা যায় রাসেল। একই ভাবে ২৪ জুলাই মৃত্যুবরণ করে রিয়া গোপ। দুই মৃত্যুর ঘটনায় শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে আসছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এছাড়া একই দিনে জালকুড়িতেও প্রকাশ্য অস্ত্রের মহড়া ও গুলি ছুড়েন শামীম ওসমান ও তার লোকজন। গত শুক্রবার বিকেলে এনায়েত নগর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, এখানে একজন গডফাদার ছিলো। ৫ আগস্ট সেও পালিয়েছে। তিনি কিন্তু তার কোনো কর্মী সমর্থকদের সঙ্গে করে নেননি। এবার আপনারা ভেবে দেখুন আপনারা এতদিন কার সঙ্গে ছিলেন। আমরা কখনও দেশ ছেড়ে যাইনি। কখনও যাবো না। এখানে শামীম ওসমান রাজনীতি করেছেন, অনেকের হাতে অস্ত্র তুলে দিয়েছেন। আমি কারো হাতে একটি লাঠিও তুলে দিবো না। কোনো সন্ত্রাসীর ঠাঁই বিএনপিতে হবে না। তিনি আরও বলেন, প্রশাসন অস্ত্র খুঁজে পায় না। তাদের বলবো দৈনিক পত্রিকাগুলে দেখুন। সেখানে দেখেন কারা অস্ত্র ব্যবহার করেছিল। শান্তিপূর্ণ আন্দোলনে কারা গুলি করেছিলো। সেসব অস্ত্র উদ্ধার করুন। নয়তো মানুষের কাছে আপনাদের ইমেজ পুনরুদ্ধার হবে না। আবারও প্রশ্নবিদ্ধ হবেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯