ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে শেখ হাসিনার সরকারের শেষ দুই বছরে রাজপথে নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা নিজেদের নতুন করে খুঁজে পেয়েছেন। বিএনপির এমন পুনরুত্থানে সেসময় চাপে পড়ে যান নারায়ণগঞ্জের আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিএনপির এমন পুনর্জাগরণের নেপথ্যে সেসময় কাজ করেছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকার কর্মসূচিগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জ বিএনপি। সর্বশেষ একদফার আন্দোলনেও নারায়ণগঞ্জ বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিএনপিতে শৃঙ্খলা রক্ষা করতে কাজ করে যাচ্ছেন গিয়াস ও খোকন। প্রশাসনকে সহায়তার পাশাপাশি জেলাজুড়ে সভা সমাবেশ করে দলের শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতকারীদের হুশিয়ার করে দিয়েছেন তারা। ৫ আগষ্টের পর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় বিএনপির নেতাদের সম্পৃক্ততার কথা সামনে এসেছে। এদিকে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের হুশিয়ার করে দিয়ে এসকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। ২০ সেপ্টেম্বর ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সমাবেশে অংশ নিয়ে গিয়াসউদ্দিন বলেন, ৫ তারিখ রাত থেকে কিছু স্বার্থান্বেষী মহল লুটপাট করেছে। যারা এ কাজে লিপ্ত তারা হয় পূর্বের শাসকদের দোসর, নয়ত তারা বিপথগামী। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিচ্ছি। দেশনায়ক তারেক রহমান বলেছেন কোন লুটপাটকারীর জায়গা বিএনপিতে হবে না। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি অনেককে বহিষ্কার করেছে, অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমান পেলেই বহিষ্কার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, শামীম ওসমান কর্মীদের অস্ত্র হাতে দিয়ে রাজনীতি করেছে। আমি আমার কর্মীদের হাতে লাঠিও তুলে দেইনা। কেউ এই দলে থেকে বিপথগামী হলে জেনে রাখুন আপনার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। আপনার পেছনে যত বড় মানুষই থাকুক যত প্রভাবশালীই হোন, আপনাকে বিএনপিতে রাখা হবে না। এর আগে ১১ সেপ্টেম্বর রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠকে অংশ নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আহ্বান জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, কোন অনুপ্রবেশকারী, যারা আগে অস্ত্রের রাজনীতি করেছে, আপনারা কেউ নিজেদের শক্তিশালী করার জন্য ওদের প্রশ্রয় দিবেন না। আমি সাবধান করে দিতে চাই। আমার কাছে সকলের নাম আছে। আমি তাদের কাউকে ছাড় দেব না। আমার সাথে আন্দোলন সংগ্রাম করে থাকলেও কেউ যদি চাঁদাবাজি ও লুটপাট করে আমি ছাড় দেব না। তারেক রহমান বলেছেন, এদের পুলিশে সোপর্দ করতে এবং তাদের বিরুদ্ধে দলীয় ব্যাবস্থা নিতে। নেতাকর্মীরা জানান, সরকার পতনের পর থেকেই নারায়ণগঞ্জ জেলাজুড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন জেলার শীর্ষ এই দুই নেতা। দলের ভেতরেও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন তারা। এমন অবস্থায় বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে গিয়াসউদ্দিন ও খোকনের নেতৃত্বের বিকল্প নেই।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯