আজ শুক্রবার | ১৫ নভেম্বর ২০২৪ | ৩০ কার্তিক ১৪৩১ | ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৪:১৯

চাঞ্চল্য ফিরছে জেলা বিএনপিতে

ডান্ডিবার্তা | ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে শেখ হাসিনার সরকারের শেষ দুই বছরে রাজপথে নানা কর্মসূচিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা নিজেদের নতুন করে খুঁজে পেয়েছেন। বিএনপির এমন পুনরুত্থানে সেসময় চাপে পড়ে যান নারায়ণগঞ্জের আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বিএনপির এমন পুনর্জাগরণের নেপথ্যে সেসময় কাজ করেছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। নারায়ণগঞ্জের পাশাপাশি ঢাকার কর্মসূচিগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নারায়ণগঞ্জ বিএনপি। সর্বশেষ একদফার আন্দোলনেও নারায়ণগঞ্জ বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিএনপিতে শৃঙ্খলা রক্ষা করতে কাজ করে যাচ্ছেন গিয়াস ও খোকন। প্রশাসনকে সহায়তার পাশাপাশি জেলাজুড়ে সভা সমাবেশ করে দলের শৃঙ্খলা রক্ষা ও দুষ্কৃতকারীদের হুশিয়ার করে দিয়েছেন তারা। ৫ আগষ্টের পর থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এসকল ঘটনায় বিএনপির নেতাদের সম্পৃক্ততার কথা সামনে এসেছে। এদিকে চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসীদের হুশিয়ার করে দিয়ে এসকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। ২০ সেপ্টেম্বর ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সমাবেশে অংশ নিয়ে গিয়াসউদ্দিন বলেন, ৫ তারিখ রাত থেকে কিছু স্বার্থান্বেষী মহল লুটপাট করেছে। যারা এ কাজে লিপ্ত তারা হয় পূর্বের শাসকদের দোসর, নয়ত তারা বিপথগামী। আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিচ্ছি। দেশনায়ক তারেক রহমান বলেছেন কোন লুটপাটকারীর জায়গা বিএনপিতে হবে না। আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি অনেককে বহিষ্কার করেছে, অনেকের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রমান পেলেই বহিষ্কার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরও বলেন, শামীম ওসমান কর্মীদের অস্ত্র হাতে দিয়ে রাজনীতি করেছে। আমি আমার কর্মীদের হাতে লাঠিও তুলে দেইনা। কেউ এই দলে থেকে বিপথগামী হলে জেনে রাখুন আপনার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। আপনার পেছনে যত বড় মানুষই থাকুক যত প্রভাবশালীই হোন, আপনাকে বিএনপিতে রাখা হবে না। এর আগে ১১ সেপ্টেম্বর রূপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বৈঠকে অংশ নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়ার আহ্বান জানিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, কোন অনুপ্রবেশকারী, যারা আগে অস্ত্রের রাজনীতি করেছে, আপনারা কেউ নিজেদের শক্তিশালী করার জন্য ওদের প্রশ্রয় দিবেন না। আমি সাবধান করে দিতে চাই। আমার কাছে সকলের নাম আছে। আমি তাদের কাউকে ছাড় দেব না। আমার সাথে আন্দোলন সংগ্রাম করে থাকলেও কেউ যদি চাঁদাবাজি ও লুটপাট করে আমি ছাড় দেব না। তারেক রহমান বলেছেন, এদের পুলিশে সোপর্দ করতে এবং তাদের বিরুদ্ধে দলীয় ব্যাবস্থা নিতে। নেতাকর্মীরা জানান, সরকার পতনের পর থেকেই নারায়ণগঞ্জ জেলাজুড়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন জেলার শীর্ষ এই দুই নেতা। দলের ভেতরেও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন তারা। এমন অবস্থায় বর্তমান পরিস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে গিয়াসউদ্দিন ও খোকনের নেতৃত্বের বিকল্প নেই।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা