ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বহু প্রাণহানীর ঘটনা ঘটেছে। ছাত্র, শ্রমিক, শিশু, গৃহিণীসহ অনেকেই না ফেরার দেশে চলে গেছেন, সেই সাথে আহতও হয়েছেন কয়েক শতাধিক। ঐতিহাসিক এ আন্দোলনের সময়ে নিহত ও আহতের চিহ্নিত করতে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কাজ করছেন। সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করেছেন জেলা সিভিল সার্জন মশিউর রহমান। সেই তালিকা স্বাস্থ্য মন্ত্রনালয়ের কাছে প্রেরণ করা হয়েছে। সেই তালিকা মতে, নারায়ণগঞ্জে ৫৫ জন নিহত এবং ৬ শতাধিত আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে সারা দেশের ৭০৮ জন নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে। নিহতের তালিকায় নারায়ণগঞ্জের ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। তালিকা পর্যালোচনা করে দেখা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতাল ও সিভিল সার্জনের দেয়া তথ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জের নিহত বাসিন্দা মিলে এ ২৬ জনের নাম পাওয়া গেছে। এব্যাপারে জেলা সিভিল সার্জন মশিউর রহমান জানান, গণ-অভ্যুত্থানে দেখা গেছে নারায়ণগঞ্জের মানুষ সিলেট গিয়ে নিহত হয়েছে আবার সিলেটের মানুষ নারায়ণগঞ্জ এসে নিহত হয়েছে। সে হিসেবে নারায়ণগঞ্জের কতজন নিহত বা নারায়ণগঞ্জে এসে কতো জন নিহত হয়েছে সেটা এ তালিকায় এখনো নিরুপন করা হয়নি। তবে আমরা নারায়ণগঞ্জ থেকে ৫৫ জন নিহত ও ৬ শতাধিক আহতের তথ্য পাঠিয়েছি। মন্ত্রণালয় এ তালিকায় কিভাবে সেই তথ্য ভেরিফাই করেছে সেটা তারা ভালো যানে। জেলা সিভিল সার্জনের তৈরীকৃত আহত ও নিহতদের তালিকা আগামী প্রতিবেদনে সংযুক্ত করা হবে। জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে দেওয়া নিহতের তালিকা একটি প্রাথমিক খসড়া তালিকা। তালিকা তৈরিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন জেলার স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসা কেন্দ্র থেকে তথ্য নিয়েছে। এতে নিহতের তথ্য প্রদানকারী সংস্থা, নিহতের নাম, পরিচয়, ফোন নম্বর, বর্তমান ও স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়। তবে কে কোথায় নিহত হয়েছে তা উল্লেখ করা হয়নি। এ তালিকায় সংশোধন ও সংযোজনের ব্যবস্থা করা হয়েছে। তথ্য সংশোধন ও সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি ২৩ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়। স্বাস্থ্য মন্ত্রনালয়ের দেয়া তালিকায় নারায়ণগঞ্জে নিহত এবং অন্যান্য অঞ্চলে নিহত নারায়ণগঞ্জের বাসিন্দারা হলেন: আহাসান কবির (শরীফ), আল আমিন, আল মামুন আমানত, ফারহানা ফায়াজ রাতুল, হযরত বেল্লাল, জামাল হোসাইন শিকদার, মাবরুর হোসেন রাব্বি, মো. জামাল, মো. মিনারুল ইসলাম, মো. সুজন খান, মো. তুহিন, মো. আরমান ভূঁইয়া, মো. ইফরান ভূঁইয়ার, মো. মোহসিন, মো. সাইফুল ইসলাম দুলাল, মো. সজল মিয়া, মো. সুজন, মো. মাহমুদুর রহমান কেএইচ, পেরভাসর হাওলাদার, পারভেজ, রিয়া গোপ, শফিকুল, সোলাইমান বেপারী, মো. আদিল, সুমাইয়া সুমি,আবু হোসাইন মিজি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯