ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরে ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বজনরা নবজাতকের মরদেহ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেছেন। পরে নিহত নবজাতকের পিতা অটোচালক লিটন চন্দ্র সাহা হাসপাতালের গাইনি বিভাগের ডাঃ আনুকা রায়সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার সকালে এ অভিযোগটি দায়ের করেন। নবজাতকের মা লিপি রানী সাহা বলেন, গত সোমবার আমার প্রসব ব্যাথা অনুভব করলে আমাকে ১শ’ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরে চেকআপ করে আমাকে লেবার রুমে নিয়ে গিয়ে গেলে সেখানে স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়। আমি ডাক্তারকে আমার কি বাবু হয়েছে জানতে চাইলে তারা বলেন ছেলে বাবু হয়েছে। আমি আমার বাচ্চার কান্না শব্দ পেয়ে তাকে আমার কাছে চাইলে তারা বলেন একটু পরে দিচ্ছি। ্এরপর আমার সাথে থাকা আমার মাসিকে বের করে দেয় এবং আমার বাচ্চাটিকেও আমাকে দেখতে দেয়নি। সন্ধ্যা সাতটার দিকে তারা জানায় মরা বাবু হয়েছে। চারটা বাজে আমার বাবু হলে তারা সাতটা বাজে কিভাবে বলে আমার মরা বাবু হয়েছে। কিন্তু আমি আমার ছেলের কান্নার শব্দ শুনেছি। আমি এ ডাক্তার সহ যারা এর সাথে জড়িত সকলের বিচারের দাবি জানাচ্ছি। নবজাতকের পিতা লিটন চন্দ্র সাহা জানান, হাসপাতালের অজ্ঞাতনামা ৪/৫ জন আয়া বলেন বাড়াবাড়ি না করে দ্রুত নবজাতক বাচ্চার মরদেহটি হাসপাতাল থেকে নিয়ে যেতে অন্যথায় মরদেহটি ডাস্টবিনে ফেলে দিবেন। আমি ডাঃ আনুকা রায়সহ উপস্থিত নার্স ও আয়াদের আমার সন্তান জীবিত জন্মগ্রহণ করেছে, আমার স্ত্রী কান্নার শব্দ শুনেছে বললে তারা আমার সহিত খারাপ আচরন করেছে নানা ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করেন। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. জহিরুল ইসলাম জানান, আমরা এই অভিযোগটি আজকে আমলে নিয়েছি। সিভিল সার্জনের সাথে বসে আমরা একটি কমিটি করতেছি। কোন প্রকার দায়িত্বে অবহেলা পাওয়া গেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। আগামী দুই কার্যদিবসের মধ্যে স্যার আসলে আমরা এটা করবো। আমাদের কোন স্টাফ জড়িত থাকলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯