ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে বিএনপি ও কৃষকদলের নাম ভাঙ্গিয়ে দিনে দুপরে অস্ত্র ঠেকিয়ে গাড়ীসহ ঝুট ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বিএনপি’র পরিচয়ে ঝুট ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি গত সোমবার দুপুরে ঘটলেও বিষয়টি রাতে জানাজানি হয়েছে। গত সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ পুলস্থ এস এম টাওয়ারের পিছনে অবস্থিত আহসান এপ্যারেলস থেকে ঝুট ব্যাবসায়ী মজিবর রহমান ট্রাক লোড করে নিয়ে যাওয়ার সময় বিএনপি’র লোক পরিচয়ে ৫নং ওয়ার্ডের আবদুল লতিফ মেম্বারের ছেলে মাকসুদুল হাসান বাপ্পী, নুরুদ্দিন মেম্বারের ছেলে সোহেল রানা ও জুয়েল রানা সহ সাদিকুল ইসলাম সুজন অস্ত্র ঠেকিয়ে এক গাড়ী ঝুট ছিনতাই করে নেয়। জানায়ায়, স্থানীয় ঝুট ব্যাবসায়ী মজিবর রহমান পুর্ব থেকেই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ফ্যাক্টরী থেকে ঝুট মালামাল ক্রয় করে অন্যাত্র বিক্রি করে। সে অনুয়ায়ী গত সোমবার সিদ্ধিরগঞ্জ পুলস্থ এস এম টাওয়ারের পিছনে অবস্থিত আহসান এপ্যারেলস থেকে ঝুট ট্রাকে লোড করে নিয়ে যাওয়ার সময় এস এম টাওয়ারের সামনে পুর্ব থেকেই ওৎপেতে থাকা নাসিক ৫নং ওয়ার্ডের আবদুল লতিফ মেম্বারের ছেলে মাকসুদুল হাসান বাপ্পী, নুরুদ্দিন মেম্বারের ছেলে সোহেল রানা ও জুয়েল রানা সহ সাদিকুল ইসলাম সুজন স্থানীয় বিএনপি’র পরিচয় দিয়ে তার কাছে মোটা অংকের চাদাঁদাবি করে। ঝুট ব্যাবসায়ী মজিবর তাদের দাবিকৃত চাদাঁদিতে অস্বীকার করলে অস্ত্র ঠেকিয়ে লোডকৃত ট্রাক যার নং- (ঢাকা মেট্রো ড ১৪-৪২০৬) গাড়িটি জোর পুর্বক ছিনতাই করে নিয়ে যায়। মজিবর জানায় গত ৫ আগস্টেও পর থেকেই এসব সন্ত্রাসীরা তার কাছে মোটা অংকের চাদাঁদাবি করে আসছে। তাদের চাদাঁ না দিলে ব্যাবসা করতে দিবে না বলে একাধিক বার হুমকি ও প্রদান করে। এলাকার সাধারন মানুষ জানায়, গত আওয়ামীলীগের সময়ে তারা স্থানীয় আওয়ামীলীগ ও কিশোরগ্যাংয়ের নেতা কলাবাগ চারতলা এলাকার মিজানুর রহমান দিপুর শেল্টারের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় চাদাঁবাজি ও মাদক ব্যাবসা করেছে এই বাহিনী। গত ৫ আগস্টের পর ভোল্ট পাল্টিয়ে বিএনপি’র পরিচয়ে ফের এলাকায় শুরু করেছে চাদাঁবাজি ও মাদক ব্যাবসা তাদের বিরুদ্ধে ভয়ে কেউ কোন প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। কিছুদিন পুর্বে ৫নং ওয়ার্ডের ওমরপুর এলাকায় মাদক ব্যাবসা নিয়ে দন্ধে কয়েকজনকে মেরে রক্তাত্ব আহত করার ও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এলাকায় এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি তাদের অত্যাচারে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে অত্র এলাকার সাধারন মানুষ। স্থানীয় বিএনপি’র নেতারা জানায় এসব অপকর্মকারী আমাদের দলের কেউ না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। এসব চাদঁবাজ বিএনপি’র নাম ব্যাবহার করে অপকর্ম করার কারনে দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে। চাদাঁবাজ, মাদক ব্যাবসায়ীদের বিএনপিতে কোন স্থান নেই। দলের পরিচয়ে যে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যাবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯