আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ৮:৩৩

সিদ্ধিরগঞ্জে মাথাচাড়া দিচ্ছে দুর্ধষ সন্ত্রাসীরা

ডান্ডিবার্তা | ২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের নতুন বাজারে বেপরোয়া হয়ে উঠেছে চিহ্নিত মাদক ব্যবসায়ী, দুর্র্ধষ সন্ত্রাসী নাহিদ বাহিনী। আতঙ্কে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে ব্যবসায়ীরা। চাঁদা না দেয়ায় প্রতিদিনই হুমকি দিচ্ছে ব্যবসায়ীদের। চাঁদা দাবিতে করা হচ্ছে মারধর দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের আলোচিত সন্ত্রাসী নাহিদের বিরুদ্ধে ১৪টি ও সেলিম মজুমদারের বিরুদ্ধে ৩১টি মামলা রয়েছে। এর আগে নাহিদকে গ্রেপ্তার করলে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায় সে। তাদেরকে গ্রেপ্তার করতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রেখেছে বলে জানা গেছে। জানা যায়, একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনী নাহিদ ও তার বাহিনীকে গ্রেপ্তার করলেও তাঁকে দমানো সম্ভব হয়নি। এর আগে নাহিদকে গ্রেফতার করলে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে পালিয়ে যায় সে। এরপর দীর্ঘদিন মালয়েশিয়ায় পালিয়ে ছিল সে। কিন্তু ৫ আগষ্টের সরকার পতনের পর আবারও এলাকায় মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, দোকানপাট দখল, সিদ্ধিরগঞ্জ থানা লুটপাট ও অগ্নিসংযোগ সহ নানা অপকর্ম করছে নাহিদ বাহিনী। আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপির নাম ভাঙ্গিয়ে এ সন্ত্রাসীরা দখল ও চাঁদাবাজিতে মেতে উঠেছে। এলাকাবাসী জানায়, সন্ত্রাসী নাহিদ কে ধরতে যৌথবাহিনী কয়েকবার অভিযান পরিচালনা করলেও তাঁকে আটক করতে পারেনি। কিন্তু বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় বিএনপির কয়েকজন নেতার শেল্টারে সে নতুন বাজার এলাকার বাসা বাড়ি ও মার্কেটে চাঁদাবাজী করছে।অস্ত্রশস্ত্রে সজ্জিত বাহিনী থাকায় তাই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। নাহিদ ও সেলিম মজুমদারের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলাসহ অসংখ্য মামলার আসামি হওয়া সত্বেও তারা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান মতির স্ত্রী রোকেয়া রহমান গত রবিবার দুপুরে জেলা প্রশাসক, সেনাবাহিনী ক্যাম্প, সিদ্ধিরগঞ্জ থানা ও র‌্যাব-১১ সিইও বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ৫ আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর নতুন বাজার এলাকার পক্ষী মজিবুরের ছেলে মাদকের ডিলার নাহিদ, মৃত মোহাম্মদ আলী বাবুর্চির ছেলে সেলিম মজুমদার, মৃত হেদায়েত উল্লাহর ছেলে আরসাদ গাজী, মৃত হাজী আইয়ুব আলীর ছেলে মোস্তফা ও মৃত সামসুল হকের ছেলে মোঃ হাবিবুর রহমান হাবিব তাঁদের সন্ত্রাসীবাহিনী নিয়ে আমার স্বামী মোঃ মতিউর রহমানের সোনামিয়া মার্কেটের মুদি দোকানে এসে ম্যানেজার কে দোকান বন্ধ রাখতে হুমকি দেয়। এছাড়া নতুন বাজার মিথিলা মার্কেটের দোকানের ভাড়াটিয়া ও একই এলাকার মেস বাড়ির ভাড়াটিয়াদের হুমকি দিয়ে প্রতি মাসের ভাড়া জোরপূর্বক নিয়ে যায়। এবং সব ভাড়াটিয়দের চলতি মাসের দোকান ভাড়াও তাঁদের কাছে দেওয়ার জন্য হুমকি দিয়ে গেছে। এসব চাঁদাবাজি ও লুটপাটের বিরুদ্ধে রোকেয়া রহমান প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে রোকেয়া রহমান বলেন, গত ৫ আগস্টের পর থেকে আমাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আমার ভাড়াটিয়াদের ও মার্কেটের দোকানদারদের নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে। তাঁদের থেকে মাসিক ভাড়া জোরপূর্বক কেড়ে নেয়া হচ্ছে। তারা সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি প্রশাসনের নেতৃবৃন্দের কাছে এর প্রতিকার দাবি করছি। তারা যেন এ বিষয়ে আইনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, নাহিদ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। আমরা তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছি। র‌্যাব-১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, আমরা অভিযোগ পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবো। চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। চাঁদাবাজদের কোনভাবেই ছাড় দেয়া হবে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা