ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার উপর গুলি করা নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের কর্মী রাসেদুল ইসলাম ওরফে তেল রাসেলের বিরুদ্ধে তিনদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২২ সেপ্টেম্বর রাসেদুল ইসলাম ওরফে তেল রাসেলকে গ্রেফতার করা হয়। তার আগে ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পরপরই জমি দখল নিয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধ নুর ইসলাম ওরফে কালা মিয়া ও তার পরিবারের উপর হামলা চালায় রাসেলের পরিবার। ওই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে রাসেলের মেজ ভাই রাজীবকে গ্রেফতার করা হয়। সেই মামলায় আসামী করা হয়, তেল রাসেলের বাবা আশরাফ উদ্দিন ওরফে সুদি বাউক্কা আশরাফ, জহিরুল ইসলাম শান্ত ওরফে শান্ত, মোরশালিন শুভ ওরফে নাইনাল শুভ, মো. মাসুদ ওরফে কামলা মাসুদ, ও মো. মোস্তাফিজুর রহমান কাইউম। এদিকে গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা ওপর ওসমানদের গুলিবর্ষণে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা তেল রাসেল ও তার ছোট ভাই জুট সন্ত্রাসী রাজীব। ওই দিন বিকালে আলী আহাম্মদ চুনকা পাঠাগার সামনে শামীম ওসমান, অয়ন ওসমান, আহম্মেদ কাউসার ও শাহ নিজামের নেতৃত্বে ছাত্র-জনতা আন্দোলনে হামলা করা হয়। দেওভোগ থেকে আওয়ামীলীগের হিসেবে তেল রাসেল ও রাজীবের নেত্বত্বে একটি দল ওসমানদের বহরে যোগ দেয়। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, দেওভোগ মোড় থেকে দৌড়ে রাজীবের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের যুবক ছাত্র-জনতাকে ধাওয়া দেয়। একটু পরে শামীম ওসমান ও অয়ন ওসমান নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতা-কর্মী গুলি বর্ষণ করতে থাকে, পিছনে রাসেলকে দেখা যায়। ইতোমধ্যে ছাত্র-জনতা হত্যা মামলায় তেল রাসেল দুইটি মামলায় আসামী করেছে দুইজন নিহতের পরিবার।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯