ডান্ডিবার্তা রিপোর্ট
মাঠের প্রধান বিরোধী দল থাকাকালীন সময়ে হামলা-মামলা এবং নির্যাতনের স্বীকার হতে হয়েছিল সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ বিএনপি ও জামায়াত শিবিরের নেতৃবৃন্দকে। সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে রাজপথে নৃশংস হত্যাকান্ডের স্বীকার হয়েছেন বিএনপিসহ তাদের অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী। এমনকি স্বৈরাচারী সরকারের ক্যাডার এবং পুলিশের হামলায় আহত হয়ে অনেকে আবার পঙ্গুত্ব বরন করে দুর্বিসহ জীবন যাপন করছেন। তবুও দলকে ভালবেসে রাজপথ থেকে বিচ্যুত হয়নি বিএনপিসহ তাদের অব্যতম শরীকদল বিএনপি জামায়াত শিবিরের নেতৃবৃন্দ। সর্বশেষ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারন ছাত্র-জনতা এবং বিএনপি ও জামায়াত শিবিরের শত শত নেতাকর্মীদের আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়ে আরেকবার স্বাধীনতার স্বাদ গ্রহন করেছেন বিএনপি জামায়াত শিবিরের নেতৃবৃন্দ। এ অর্জন কোন অবস্থাতেই ম্লান করতে দেয়া যাবে না। তবে কতিপয় নেতাকর্মীর জন্য নতুন স্বাধীনতাকে ফ্রশ্নবিদ্ধ করে তুলছে। এদের না থামালে সামনে তাদের জন্য ভয়াবহ পরিনতি অপেক্ষ করছে। সূত্রমতে, ২০০৬ সালের ২৮ অক্টোবর ক্ষমতার লাগাম ছুটে যাওয়ার পর থেকেই কঠিন দুই দশক পার করেছে রাজনীতির মাঠের কঠিন মিত্র বিএনপি-জামায়াত ও তাদের অন্যান্য জোটসঙ্গীরা। সরকার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের মাটিতে বিএনপি জামায়াতের নেতৃবৃন্দকেই দেখা যেত। হাজারো বাধা বিপত্তি পেরিয়ে ওসমান পরিবারের নিয়ন্ত্রিত জেলায় বিরোধী দলগুলোর সরকার বিরোধী আন্দোলন করাটা ছিল অনেকটা চ্যালেন্জের মত। সকল ধরনের ভীতিকে উপেক্ষা করে নারায়ণগঞ্জে বিএনপি জামায়াত সরকার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক অস্তিত্বের জাগান দিতেন। বিভিন্ন আন্দোলন সংগ্রাম চালিয়ে আসলেও কোন ধরনের সফলতার মুখ দেখতে পারেনি দলগুলো। তবে, আকস্মিক এক গণঅভ্যুত্থান ঘটিয়ে দীর্ঘদিনের দুই মিত্রকে ক্ষমতার কাছাকাছি এনে দিয়েছে ছাত্র-জনতা। বঙ্গভবন থেকে স্বেরাচারী প্রধানমন্ত্রী শেখা হাসিনাসহ তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যাওয়ার পর থেকে খোশ মেজাজে দেখা যায় বিএনপির জেলা সভাপতি গিয়াস উদ্দিনসহ অন্যান্য শরীকদলের নেতৃবৃন্দকে।।বৈষম্যের বিলোপ ও সরকারি চাকরিতে কোটা সংস্কারের নাম করে ছাত্র-নাগরিকের ৩৫ দিনের আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন টানা চতুর্থ মেয়াদে দেশ পরিচালনায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দল ও জোটগুলোর মুখে ছিল বাঁধভাঙা আনন্দ আর উচ্ছ্বাস। অন্যদিকে, অভ্যুত্থান পরবর্তী অরাজকতা ও প্রতিশোধমূলক আক্রমণের ভয়ে আওয়ামী লীগের প্রায় সব নেতাই গেছেন আত্মগোপনে। মন্ত্রী- সংসদ সদস্যদের অনেকেই গোপনে দেশ ছেড়েছেন। অপরদিকে, স্বেরাচারী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপিসহ শরীক দল গুলোর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা থেকে জামিনে বের হয়ে আসতে পারাসহ হাসিনার পতনের মধ্য দিয়ে বাধভাঙ্গা উচ্ছাস বিরাজ করছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, “১৭ বছর পর দেশ নতুন করে স্বাধীন হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের কাছে পরাহয় বরন করে স্বেরাচারী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে সাথে নিয়ে কুলাঙ্গার নেতাদের। তবে, এখনো যে সকল কুলাঙ্গাররা দেশ রয়েছেন তারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি আরো বলেন, আমরা এ বিষয়ে দলের নেতাকর্মীদের অবগত করসর পর ফুরফুরে মেজাজে আওয়ামীলীগের কুলাঙ্গারদের প্রতিহত করার জন্য রাজপথে রয়েছেন বলে জানিয়েছেন।জেলা বিএনপির সাধারন সম্পাদক গেলাম ফারুক খোকন নলেন, “দুই যুগ পর স্বাধীনভাবে কথা বলতে পারছি। আওয়ামীলীগের পেটোয়া বাহিনী বিরোধী দলের লোকজনদের যেভাবে হয়রানি করেছে তা ভুলার মত নয় তবুও আমরা নিশ্চুপ রয়েছি। তিনি আরো বলেন, শত শত ছাত্র জনতার রক্ত, জীবনের বিনিময়ে নতুন স্বাধীন দেশে স্বাদ উপভোগ করছি। তবে এখনও আমাদের গণতন্ত্র ফিরে আসেনি। সেই অপেক্ষায় আমাদের থাকতে হবে। আজকে আমাদের বিজয়ের প্রথম ধাপ, পূর্ণ বিজয় হবে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধির সরকার গঠন হলে।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯