আজ বৃহস্পতিবার | ২১ নভেম্বর ২০২৪ | ৬ অগ্রহায়ণ ১৪৩১ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ৯:০৫

সিঙ্গাপুর ভ্রমণে যে কাজ করলে, না মানলে জরিমানা

ডান্ডিবার্তা | ২৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ

সিঙ্গাপুরের সৌন্দর্যে পুরো পৃথিবীই মুগ্ধ! বিশ্বের অন্যতম ধনী এই দেশটিতে প্রাচুর্যের অভাব নেই। এছাড়াও অপরাধের হার নেই বললেই চলে। সেখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা দেশবাসী এমনকি পর্যটকদেরকেও বিমোহিত করে।বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সেখানে বেড়াতে যান। সেখানকার জাদুঘর, জুরং বার্ড পার্ক, সরীসৃপ পার্ক, জুলজিক্যাল গার্ডেন, বিজ্ঞান কেন্দ্র, সেন্টোসা দ্বীপ, সংসদ ভবন, হিন্দু, চীনা ও বৌদ্ধ মন্দিরসহ চীনা ও জাপানি বাগানগুলো দেখার মতো। তবে সিঙ্গাপুরে গেলে কয়েকটি বিধি নিষেধ মানতে হবে আপনাকে নিইলে জরিমানা গুণতে হবে। অনেকে তো আবার সিঙ্গাপুরকে জরিমানার শহরও বলে থাকে। উদাহরণস্বরূপ, সেখানকার নিয়ম না মানলে আপনাকে বেত দিয়েও প্রহার করা হতে পারে আইনী শাস্তি হিসেবে। সিঙ্গাপুরে আইনগুলোর কঠোরতা চরম পর্যায়ে বাস্তবায়িত হয়ে থাকে এজন্য পর্যটকদেরও মাশুল দিতে হয়। এমন তথ্য জেনে আপনি কি এই সিঙ্গাপুর ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নাকচ করছেন! হতাশ হওয়অর কারণ নেই, এই দেশটি ভ্রমণের জন্য অবিশ্বাস্যভাবে নিরাপদ এবং সেখানে বিনামূল্যে বিভিন্ন স্থান দর্শন করতে পারবেন। তবে সিঙ্গাপুরের অদ্ভুত আইনগুলোর চর্চা আপনাকে বেশ বিমুগ্ধ করবে এবং ভবি্যেতে তা আপনাকে সচেতন করবে। তবে জেনে নিন নিয়মগুলো-

সিঙ্গাপুরে কোনো পাবলিক প্লেসে ময়লা-আবর্জনা ফেলা কঠোরভাবে নিষিদ্ধ। আপনি যদি সিঙ্গাপুরে ঘোরাঘুরি করেন কিংবা কিছু খান বা পান করেন তাহলে তা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে।

ভুল করেও যদি আপনি পাবলিক প্লেসে কোনো ময়লা ফেলেন তাহলে প্রথমবার অপরাধের জন্য আপনাকে জরিমানা হিসেবে গুনতে হবে এসজিডি ১০০০ বা বাংলাদেশি টাকায় ৯২ হাজার ৭৬৭ টাকা।

সিঙ্গাপুরের অনলাইন সংবিধান অনুসারে, জন সমাগমে অর্থ্যাৎ পাবলিক প্লেসে উচ্চস্বরে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লাইভে যেকোনো অশ্লীল গান গাওয়া বেআইনী। এই আইন ভঙ্গের জন্য ৩ মাসের কারাদন্ড ও জরিমানা অথবা উভয় দণ্ডেই শাস্তি দেয়া হবে।

সিঙ্গাপুর ভ্রমণে ধূমপায়ীদেরও সতর্ক থাকতে হবে। কারণ সিঙ্গাপুরে রাস্তা, বাস স্টপ, রেস্তোরাঁ, পার্ক, মলের মতো পাবলিক জায়গায় ধূমপান নিষিদ্ধ। আপনি যদি পাবলিক প্লেসে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন, তাহলে ন্যূনতম জরিমানা এসজিডি ২০০।

যা বাংলাদেশি অর্থে সাড়ে ১৮ হাজার টাকা। আর যদি আপনি ধূমপানের কারণে আদালতে দোষী সাব্যস্ত হন তাহলে, জরিমানা এসজিডি ১০০০ বা ৯২ হাজার ৭৬৭ টাকা গুনতে হতে পারে।

সিঙ্গাপুরের সাইবারসিকিউরিটি অ্যাক্ট অনুসারে, অন্য ব্যক্তির ওয়াইফাই সংযোগ হ্যাকিং এর জরিমানা ১০ হাজার ডলার সঙ্গে ৩ বছরের জেল, বা উভয় দণ্ডেই দণ্ডিত করা হওেত পারে।

এটি যদিও কোনো অপরাধের মধ্যে পড়ে না তবও সিঙ্গাপুরের আইন অনুসারে এটি একটি অপরাধমূলক কাজ। কারণ কবুতরের বিষ্ঠা দ্বারা মানুষ নানা রোগে আক্রান্ত হতে পারে। এজন্য এদেরকে খাওয়ানো বা তাদের কাছে যাওয় নিষেধ। উক্ত কাজ করলে আপনাকে জরিমানা স্বরুপ ৫০০ ডলার গুণতে হবে।

ব্যবহারের পর একটি পাবলিক টয়লেট ফ্লাশ না করলে সিঙ্গাপুরের আইন অনুযায়ী ১৫০ ডলার তৎক্ষণাৎ জরিমানা প্রদান করতে হবে।

সিগারেটের গোড়াসহ খালি বোতল বা ক্যান যত্রতত্র ফেলা সিঙ্গাপুরের আইন অনুসারে নিষিদ্ধ। নিক্ষেপকারীদের প্রথমবারের মতো ৩০০ ডলার জরিমানা গুণতে হবে। যদি আপনি তিনবার ঠাট্টা করে হলেও দোষী সাব্যস্ত হন, তবে সপ্তাহে একবার রাস্তা পরিষ্কার করতে হবে।

সিঙ্গাপুরের থুতু ফেলার বিষয়ে কঠিন আইন রয়েছে। আপনি চাইলেও যেখানে সেখানে থুতু ফেলতে পরবেন না। কারণ দেশটি অত্যন্ত পরিষ্কার এবং সেখানে বসবাসরত মানুষরাও এই নিয়মই মেনে চলে। আপনি যদি এই আইনটি ভাঙ্গেন তবে আপনাকে হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা