আজ বৃহস্পতিবার | ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১ | ১৫ রজব ১৪৪৬ | রাত ১:৩৬

ছোট হয়ে আসছে তৈমূরের কিংসপার্টি

ডান্ডিবার্তা | ২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্ত্ ারিপোর্ট
বিএনপির সাবেক নেতা ড. তৈমূর আলম খন্দকারের দল তৃণমূল বিএনপি থেকে নারায়ণগঞ্জে পদত্যাগের হিড়িক পড়েছে। এখানে আনুষ্ঠানিকভাবে তিন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েয়েছেন। এদের মধ্যে জেলা কমিটির আহ্বায়ক সহ পদত্যাগ না করেই আরো দুই নেতা সরাসরি বিএনপির মিটিং মিছিলে অংশগ্রহণ করছেন। সব মিলিয়ে তৃণমূল বিএনপির পদধারী ৫জন নেতা তৃণমূল বিএনপি নামক দল ছেড়েছেন। তবে এখনো জেলা তৃণমূল বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন ও মহানগর কমিটির সদস্য সচিব সাজিদ খান সিদ্দিকী পদত্যাগ কিরেননি। পদত্যাগ করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তারা মুখে কুলুপ এটেছেন। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপিতে যাওয়ার জন্য দৌড়ঝাপ শুরু করেন তৃণমূল বিএনপির বেশকজন নেতা। যাদের মধ্যে বিএনপিতে ফিরে যেততে গত ১১ আগস্ট তৃণমূল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন গত জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণকারী অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী ভূঁইয়া ও ২৫ আগস্ট পদত্যাগের ঘোষণা দেন নারায়ণগঞ্জ মহানগর তৃণমূল বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলী হোসেন। তবে পদত্যাগ করে বিএনপি নেতাদের পিছন পিছন ঘুরলেও তাদেরকে বিএনপি নেতারা বিএনপিতে ঠাঁই দিচ্ছেন না। বিএনপির অনেক কর্মসূচিতে অংশগ্রহণের চেষ্টা করলেও তাদেরকে সেই সুযোগ দিচ্ছেনা বিএনপি। এদিকে কৌশলে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে গে঳েন জেলা তৃণমূল বিএনপির আহ্বায়ক পদ থেকে পদত্যাগী মোহাম্মদ আলী ভূঁইয়া। তিনি গত ৮ সেপ্টেম্বর রূপগঞ্জ তারাবো পৌরসভা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য কাজী মনিরুজ্জামান মনিরের হাত ধরে পূণরায় বিএনপিতে যোগদান করেন। ওইদিন মোহাম্মদ আলী ভূঁইয়া মেম্বারের সভাপতিত্বে বিএনপির সভায় প্রধান অতিথি ছিলেন কাজী মনিরুজ্জামান মনির। ওই সভায় অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন তৃণমূল বিএনপির রূপগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আমির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ফারুক খান। ওইদিন মোহাম্মদ আলী ভূঁইয়া মেম্বার জেলা তৃণমূল বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। বর্তমানে তারা কাজী মনিরের সঙ্গে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। ভাসানী ও আলী হোসেন বিএনপি থেকে বহিষ্কৃত হলেও মোহাম্মদ আলী ভূঁইয়া মেম্বার, আমির হোসেন, ফারুক খান বিএনপি থেকে বহিস্কৃত ছিলেন না। গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ১৩৮টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে ‘তৃণমূল বিএনপি’। গত বছরের প্রথম দিকে দলটি নিবন্ধন পেলেও নির্বাচনের পূর্বে আলোচনায় ছিল না। তবে নির্বাচনের মাস তিনেক পূর্বে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সমসের মুবিন চৌধুরী ও বিএনপির বহিস্কৃত নেতা ড. তৈমূর আলম খন্দকার তৃণমূল বিএনপির দায়িত্ব নেয়ার পর দলটি আলোচনায় আসেন। শুরুতেই বিএনপিকে ভাঙ্গার ষড়যন্ত্রে তৃণমূল বিএনপি-এমন অভিযোগ তোলা হলে ব্যাপক সমালোচনার মুখেও পড়ে দলটি। বিএনপি জামাত বিহীন নির্বাচনে অংশগ্রহণ করে সমালোচনার মাঝে আলোচনারও জন্ম দেন দলটির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার। জাতীয় গণমাধ্যমগুলোতে ফলাও করে তৃণমূল বিএনপির সকল কার্যক্রম প্রচার করতে থাকে। এমন পরিস্থিতিতে নারায়ণগঞ্জের ৫টি সংসদীয় আসনের মধ্যে ৪টি সংসদীয় আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী অংশগ্রহণ করলেও প্রত্যেকেই তাদের জানামত হারিয়েছেন। এদিকে নির্বাচনের ভরাডুবি ঘটলেও রাজনীতির মাঠে আলোচনায় থাকা ড. তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জেও তৃণমূল বিএনপির বিভিন্ন ইউনিটে কমিটি গঠনস করতে শুরু করেন। নির্বাচনের পর ২৯ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির আহ্বয়ক কমিটি ঘোষণা করেন তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমূর আলম খন্দকার। জেলা কমিটির আহ্বায়ক পদে মোহাম্মদ আলী ভূঁইয়া ও সদস্য সচিব পদে অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন এবং মহানগর কমিটিতে অ্যাডভোকেট আলী হোসেনকে আহ্বায়ক ও সাজিদ খান সিদ্দিকীকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়। এদের মধ্যে মোহাম্মদ আলী ভূঁইয়া ও অ্যাডভোকেট আলী হোসেন সরাসরি বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। যেখানে অ্যাডভোকেট মাজহারুল ইসলাম রোকন ও সাজিদ খান সিদ্দিকী এর আগে কোনো দলের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। মোহাম্মদ আলী ভূঁইয়া রূপগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি ছিলেন এবং অ্যাডভোকেট আলী হোসেন ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়াও তিনি জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সক্রিয় রাজনীতিতে ছিলেন এবং ফোরামের নির্বাচনে তিনি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হয়েছিলেন। তৃণমূল বিএনপির কমিটিতে না থাকলেও গত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫(সদর-বন্দর) আসনের দলটির প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাসানী ভূঁইয়া। এ খানে তিনি সাবেক এমপি সেলিম ওসমানের সঙ্গে প্রতিদ্বন্ধিতা করেছেন। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে তৃনমুল বিএনপির প্রার্থী ছিলেন অ্যাডভেকেট আলী হোসেন। এ আসবের এমপি নির্বাচিত হোন সাবেক এমপি শামীম ওসমান। আড়াইহাজার আসনে তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী ছিলেন কবি আবু হানিফ হৃদয়। রূপগঞ্জ আসনে তৃণমূল বিএনপির প্রার্থী ছিলেন ড. তৈমূর আলম খন্দকার নিজেই। তবে সোনারগাঁ আসনে তৃনমুল বিএনপির কোনো প্রার্থী ছিলেন না। এদের মধ্যে তৈমূর আলম খন্দকার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি, কেন্দ্রীয় বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক, সর্বপরি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নির্বাচিত হোন। ২০২১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়। অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক, নসগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সহ বিএনপির বিভিন্ন পদে ছিলেন। গত নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে অংশগ্রহণ করায় ভাসানী ও আলী হোসেনকে বিএনপি বহিষ্কার করে দেয়।
ই-১৮ পি-৪ কলাম-২




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা