আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ১১:৩৫

বৃষ্টিতে শহরের পথে পথে জলাবদ্ধতার সৃষ্টি

ডান্ডিবার্তা | ২৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আশ্বিনের মাঝামাঝি সময়ে এসে বেড়েছে বৃষ্টির দাপট। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি করে গগণ চিরে ঝরছে বৃষ্টি। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই এমন অবস্থা থাকায় ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জ শহরাঞ্চলের অফিসগামী ছাড়াও জীবিকার তাগিদে গন্তব্যে ছুটে চলা মানুষ। গতকাল এদিন সকাল থেকেই কখনো ঝিরিঝিরি আবার কখনো মুষলধারে বৃষ্টিতে ইতোমধ্যেই শহরের বেশকিছু সড়ক ও এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টিভেজা সড়কগুলোতে কোথাও কোথাও যানবাহনের জটলাও দেখা গেছে। সবমিলিয়ে গত কয়েক দিনের বৃষ্টিতে তাপপ্রবাহের দাপট কমলেও যানজট আর জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে নারায়ণগঞ্জ শহরের পথে পথে। গতকাল বৃহস্পতিবার সারাদিন কখনো থেমে থেকে আবার কখনো মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেই শহরের সড়কগুলোয় বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে ছুটতে দেখা গেছে গন্তব্যে ছুটে চলা মানুষদের। সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ শহরের মুল সড়ক তথা বঙ্গবন্ধু সড়কের অনেকটা স্থান পানির নিচে। অন্যদিকে, শহর লাগোয়া গলাচিপা, আমলা পাড়া, কলেজরোড, জামতলা, মাসদাইরসহ বেশ কিছু এলাকার অনেকটা সড়কই পানির নিচে। পরিবহন না পেয়ে বেশিরভাগ মানুষ ওই ময়লা পানি মারিয়ে রওনা হচ্ছে নিজ নিজ গন্তব্যে। এদিকে দিনভর বৃষ্টিপাতের এমন দাপট থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা