ডান্ডিবার্ত্ ারিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ফেরিঘাট জোরপূর্বক ভাবে দখল করে অবৈধ পন্থায় টোল আদায় করছে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলবাজ ও একাধিক হত্যা মামলার আসামি রশিদ মেম্বার।
ফেরীঘাটের টোল আদায়ের কার্যক্রম ফিরে পেতে বাঁধন এন্টারপ্রাইজ এর মালিক আনোয়ার আলী লিখিত পত্র দিয়েছেন সড়ক ও জনপথ (ফেরীঘাট) বিভাগে। সে মোতাবেক আইনগত ব্যবস্থাগ্রহণ করতে পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জকে লিখিতভাবে জানানো হলেও রহস্যজনক কারণে পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানা পুলিশ নীরব ভূমিকা পালন করছে। একটি সূত্র হতে জানা যায়, রশিদ মেম্বার নিজেকে বিএনপি’র নেতা দাবি করে গত ৫ আগষ্ট আনোয়ার আলীর ফেরিঘাট ঘাট তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করে নেয় ।গত দেড় মাসে প্রায় ২০ লক্ষ টাকা আদায় করে নিলেও সড়ক ও জনপদ বিভাগ কিংবা বৈধ ঠিকাদার আনোয়ার আলীকে একটি টাকাও প্রদান করেনি। সমুদয় অর্থ নিজের পকেটে ভরে নেন দুর্ধর্ষ সন্ত্রাসী রশিদ মেম্বার। আনোয়ার আলী লিখিত পত্রের পরিপ্রেক্ষিতে জানা যায়, অত্র সড়ক বিভাগের অধীন ধলেশ্বরী নদীর উপর ” বক্তাবলী” ফেরী ঘাটের উপর দিয়ে চলাচলকারী যানবাহন হতে সরকার নির্ধারিত হারে টোল আদায়ের নিমিত্তে প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা এর সূত্রস্থ স্মারক নং-১ মোতাবেক ৩ (তিন) বছরের জন্য ২০২৪ হতে ২০২৭ পর্যন্ত সময়ের জন্য মেসার্স বাঁধন এন্টারপ্রাইজ, প্রোপাইটর মোঃ আনোয়ার আলী, গোপাল নগর, বক্তাবলী, ফতুল্লা, নারায়নগঞ্জ কে ইজারা প্রদানের জন্য অনুমতি প্রদান করা হয়। পরবর্তীতে সূত্রস্থ স্মারক নং-২ মোতাবেক ৩(তিন) বছর সময়ের জন্য বক্তাবলী ফেরী দিয়ে চলাচলকারী যানবাহন হতে টোল আদায় কার্যক্রম পরিচালনার নিমিত্তে অত্র দপ্তর কর্তৃক সংশ্লিষ্ট ইজারাদারকে কার্যাদেশ প্রদান করেন। সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে পরিবর্তিত পরিস্থিতিতে গত ৫ আগষ্ট ফেরী ইজারাদার মেসার্স বাঁধন এন্টারপ্রাইজ, প্রোপাইটর মোঃ আনোয়ার আলীকে স্থানীয় দুর্বৃত্তকারীরা হুমকি দেয় এবং তার নিয়োগকৃত ফেরী ঘাট পরিচালনার দায়িত্বে থাকা নিজস্ব কর্মচারীদের মারধর করে তাড়িয়ে দেন। যার ফলে উক্ত ফেরী ঘাটে সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায়ের কার্যক্রম ব্যহত হচ্ছে এবং সরকারের রাজস্ব আদায়ে ব্যাঘাত ঘটতেছে মর্মে ইজারাদার পত্রে উল্লেখ করেন। বক্তাবলী ফেরীঘাটটি সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায়যোগ্য অবকাঠামো। যেহেতু ফেরী ঘাটের টোল আদায় করলে সরকারের সরাসরি রাজস্ব আয় বৃদ্ধি পাইবে। সেহেতু ইজারাদার কর্তৃক উক্ত ফেরী ঘাটের সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায়ের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করা প্রয়োজন। এমতাবস্থায়, উপরোক্ত অবস্থার আলোকে উক্ত ফেরী ঘাটের টোল আদায়ের কার্যক্রম ইজারাদার মেসার্স বাঁধন এন্টারপ্রাইজ কে সরকার কর্তৃক নির্ধারিত হারে টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করার জন্য পুলিশ সুপার কে গত ১ সেপ্টেম্বর ও ফতুল্লা মডেল থানাকে গত ১০সেপ্টেম্বর বিশেষভাবে অনুরোধ করা হলেও তারা রহস্যজনক কারনে প্রকৃত ইজারাদার কে এখনো পর্যন্ত ফেরীর টোল আদায়ের ব্যবস্থা করে দেয়নি। এ ব্যাপারে ফেরীর সাব ডিভিশনের এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইমাম হোসেন মুঠোফোনে জানান, আমরা আইনগত যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি। এখন প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে। এ ব্যাপারে দখলদার রশিদ মেম্বার এর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯