ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগ আমলে সুবিধাভোগকারী শহরের নয়ামাটি এলাকার মোহাম্মদ হোসেন ও তার সহযোগীরা এবার বিএনপি নেতাদের নাম ভাঙ্গিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। বিএনপি নেতা জাকির খান, বদিউজ্জামান বদু, হাজী শাহিনের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করে যাচ্ছে তারা। তাদের নানা অপকর্মের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও আত্মসাত করা কোটি টাকা ফেরৎ দিতে চাচ্ছে না এই চক্রটি। জানা গেছে, সোনারগাঁয়ের পলাতক এমপি কায়সার হাসনাত ও তার ভাই সানজিদ হাসনাতের নাম ভাঙ্গিয়ে গত চৌদ্দ বছর ধরে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটির একটি মার্কেট দখল করে নিয়ে ভাড়া দিচ্ছে না এই চক্র। ভাড়াটিয়া হিসেবে মার্কেটে প্রবেশ করে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ভাড়া দেয়া বন্ধ করে দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে চক্রটি। এদের অন্যতম হোতা হলো মোহাম্মদ হোসেন, মো: অহিদুর রহমান এবং নিতাই চন্দ্র দাস গং। বিগত বছরগুলিতে এরা সাবেক এমপি কায়সার হাসনাত ও তার ভাই সানজিদ হাসনাতের শেল্টার নেয় বলে জোরালো অভিযোগ উঠে। মার্কেটটির মালিক ইভানা রোশাইনা কাদরী। তিনি কায়সার হাসনাতের বড় ভাই আবদুল্লাহ আল এহসানের স্ত্রী। মূলত আওয়ামী স্বৈরশাসন শুরু হওয়ার পর থেকেই কায়সার হাসনাত ও তার ভাই সানজিদ হাসনাতের শেল্টার নিয়ে ভাড়া দেয়া বন্ধ করে দেয় হোসেন গং। পরবর্তীতে বিষয়টি মামলা মোকদ্দমা পর্যন্ত গড়ায়। কিন্তু চতুর মোহাম্মদ হোসেন, অহিদুর রহমান এবং নিতাই চন্দ্র সহ আরো অন্তত ত্রিশ জন ভাড়াটিয়া মার্কেটের মালিককে এক টাকাও ভাড়া পরিশোধ না করে এই মোটা অংকের ভাড়ার টাকা আত্মসাৎ করে এসেছে। শুধু তাই নয় এরা আবদুল্লাহ আল এহসানের মায়ের নামে জাল দলিল সৃজন করে বছরের পর বছর মার্কেটের মালিককে ভাড়া না দিয়ে হুমকি ধমকি প্রদর্শন করে এসেছে। ভাড়া চাইতে গেলেই মামলা মোকদ্দমার ভয় দেখিয়েছে। অবশেষে অসহায় ইভনা রোশাইনা কাদরী এবং তার স্বামী আবদুল্লা আল এহসান বিয়টি নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে এসব অপরাধীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করার চেষ্টা করলে মোহাম্মদ হোসেন গং নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে মিমাংসা করার প্রস্তাব দেন এবং সমূদ্বয় ভাড়ার টাকা পরিশোধ করার কথা বলেন। ফলে গত ১৮ আগষ্ট বিচার শালিশের মাধমে তিনশ টাকা দামের জুডিশিয়াল স্ট্যাম্পে উভয় পক্ষের মাঝে আপোষনামা দলিল সম্পাদিত হয়। এই আপোষনামায় সিদ্ধান্ত হয়, বকেয়া ভাড়া আগামী আঠারো মাসের মধ্যে পরিশোধ করা হবে। মোট ভাড়ার এক তৃতীয়াংশ একালিন প্রথম কিস্তিতেই পরিশোধ করা হবে। ওই তারিখের এক সপ্তাহের মধ্যে প্রথম কিস্তির টাকা পরিশোধ করা হবে। প্রত্যেক ভাড়াটিয়ার জন্য তিন বছর মেয়াদী নতুন ভাড়াটিয়া চুক্তি সম্পাদন করতে হবে। তিন বছর পর পর মূল ভাড়ার ১০% হারে বৃদ্ধি পাবে। বেদখল হওয়া দোকান সমূহ মার্কেট কমিটি উদ্ধার করে দিবে। উভয় পক্ষ যার যার চলমান মামলাগুলো শুনানীর তারিখে প্রত্যাহার করে নেবেন। এভাবেই দুই পক্ষের মাঝে আপোষনামা দলিল সম্পাদন করা হয়। কিন্তু এই দলিল সম্পাদনের পর এক মাসের অধিক সময় অতিবাহিত হলেও মোহাম্মদ হোসেন গং তাদের স্বাক্ষর করা দলিল মোতাবেক কোনো টাকা পরিশোধ করে নাই। বরং এখন নতুন করে বিএনপি নেতা জাকির খান, বদিউজ্জামান বদু ও হাজী শাহীনের নাম করে হুমকি ধমকি দিচ্ছে তারা। মোহাম্মদ হোসেন গং বলছে, জাকির খান, বদু ও হাজী শাহীন নাকি তার পকেটে থাকে, তাদেরকে নাকি মোটা অংকের টাকার বিনিময়ে কিনে ফেলেছে। যত প্রভাবশালী ব্যক্তিই আসুক না কেন, তাদের কিছুই করতে পারবেনা বলেও দম্ভোক্তি করছে মোহাম্মদ হোসেন গং। তাই, নিরুপায় হয়ে অসহায় ইভনা রোশাইনা এবং তার স্বামী আবদুল্লাহ আল এহসান নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯