আজ বুধবার | ১৫ জানুয়ারি ২০২৫ | ১ মাঘ ১৪৩১ | ১৪ রজব ১৪৪৬ | রাত ১১:৫৮

পদ হারালেন নাসিকের সকল কাউন্সিলর

ডান্ডিবার্তা | ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলরদের (সংরক্ষিত নারী কাউন্সিলরসহ) স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে। একই সাথে দেশের অন্যসব সিটি করপোরেশনগুলোর কাউন্সিলরদেরও অপসারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম। এর আগে ১৯ আগস্ট এসব সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল। এরপর সকল সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। গত বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’এর ধারা ১৩ক প্রয়োগ করে বাংলাদেশের নি¤œবর্ণিত সিটি করপোরেশনসমূহের কাউন্সিলরগণকে (সংরক্ষিত আসনসহ) স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। এ ব্যপারে ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ তার নাগরিক সেবা অব্যাহত রাখবেন। ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, শ্রদ্ধেয় ১৩নং ওয়ার্ডবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে সারা বাংলাদেশের মত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকেও অপসারণ করা হয়েছে। আপনারা বিচলিত হবেন না, আমার সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। হয়তো সরকারী সেবা আর আমার কার্যালয় থেকে হবে না, তবে কাগজপত্র ছাড়া বাকী সামাজিক সেবা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা দীর্ঘদিন পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শোকরিয়া ও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।আমি আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি।দয়া করে আপনাদের পাশে রাখবেন। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামীন সর্বোত্তম পরিকল্পনাকারী। তিনি বিশেষভাবে জানান, আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি কমলে ২০ কোটি টাকা ব্যায়ে মাসদাইর থেকে গলাচিপা ও আমলাপাড়া হয়ে শীতলক্ষ্যা নদী পর্যন্ত ডীপ ড্রেনের কাজ শুরু হবে ইনশাহআল্লাহ। পদ হারালেন নাসিক ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ার ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুর উদ্দিন মিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মুহাম্মদ সাদরিল, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মতিউর রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মিজানুর রহমান খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রুহুল আমিন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ইস্রাফিল প্রধান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শওকত হাসেম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনির, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াদ হাসান, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল করিম, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কামরুল হাসান মুন্না, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোখলেছুর রহমান চৌধুরী, ২০নং ওয়ার্ড কাউন্সিলর শাহেনশাহ আহম্মেদ, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহীন মিয়া, ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভুইয়া, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফজাল হোসেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এনায়েত হোসেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামসুজ্জোহা, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সিরাজুল ইসলাম। মহিলা কাউন্সিলররা হলেন সানিয়া আক্তার, শাওন অংকন, শিউলী নওশাদ, আফসানা আফরোজ, শারমিন হাবিব বিন্নী , মিনোয়ারা বেগম, মোসাম্মৎ আয়শা আক্তার, মনোয়ারা বেগম, মাকসুদা মোজাফফর।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা