আজ শনিবার | ২ নভেম্বর ২০২৪ | ১৭ কার্তিক ১৪৩১ | ২৯ রবিউস সানি ১৪৪৬ | ভোর ৫:২৮

ইসলামী দলগুলোর কর্মসূচিতে বিশৃঙ্খলা

ডান্ডিবার্তা | ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ভারতে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করায় নারায়ণগঞ্জের ইসলামী দলগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসে গালাগালি ও সমাবেশ পন্ড করার চেষ্টার অভিযোগ উঠেছে মহানগরের স্থগিত কমিটির সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শহরের ডিআইটি জামে মসজিদের সামনে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়ালের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী দলগুলোর নেতাকর্মী ও সাধারণ মুসুল্লিরা। উপস্থিত নেতাকর্মী ও মুসুল্লিদের সূত্রে জানা যায়, জুমার নামাজের পর মহানবীকে কটুক্তির প্রতিবাদে কর্মসূচিতে যোগ দিতে হাজার হাজার মুসুল্লি জড়ো হয়। সবাই যখন মিছিলের প্রস্তুতি নিচ্ছিল সেসময় আওয়ামীলীগের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ছোটভাই খ্যাত হেফাজতে ইসলামের স্থগিত কমিটির সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলামের ফতুল্লা থানার সভাপতি কামালউদ্দিন দায়েমীসহ ২০/৩০ জন উশৃংখল যুবক আলেমবেশে সমাবেশে বিশৃঙ্খলা শুরু করে। তারা হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়ালকে লাঞ্চিত করার চেষ্টা করেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ অন্যরা তাকে ঘিরে রাখেন এবং বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করেন। এসময় মুসুল্লি ও ইসলামী সংগঠনগুলোর সকলে ফেরদৌসসহ বিশৃঙ্খলাকারীদের উপর ক্ষুব্দ হন এবং তাদের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ দাবি করেন। জানা যায়, ওসমান পরিবারের ঘনিষ্ঠ মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে নানা অভিযোগ থাকায় তার কমিটি স্থগিত করে কেন্দ্র। ছাত্র জনতার আন্দোলনে নিষ্ক্রিয় ফেরদৌস ৫ আগস্ট থেকে সরব হয়ে উঠেন। ওসমান পরিবারের নির্দেশেই ইসলামী দলগুলোর মধ্যে বিভাজন তৈরি করতেই এহেন কর্মকান্ডে নেমেছেন ফেরদৌস এমনটা অভিযোগ সকলের। এ ব্যাপারে সেখানে উপস্থিত একাধিক ইসলামীক সংগঠনগুলোর নেতারা জানান, ফেরদৌসের মূল এজেন্ডা ইসলামীক দলগুলোতে বিভাজন তৈরি করা। সে আগেও ওসমান পরিবারের টাকায় চলতো তাদের এজেন্ডা বাস্তবায়ন করতো, এখনো তাদের টাকায়ই চলে। সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম ফ্যাক্টরির মালামাল সে নামায়। মাহবুব নামে এক লোক এই মালামাল সেখানে উপস্থিত থেকে নামান। আর তাই ওসমান পরিবারের নির্দেশেই একাজ করছেন তিনি। ওসমান পরিবারের ব্যবসা বাণিজ্য হেফাজতের নেতাকর্মীদের দিয়ে নিরাপদে রাখতেই সামনে মহানগর হেফাজতে ইসলামের কমিটিতে সভাপতি পদ পেতে এই শক্তি প্রদর্শন করেন তিনি। এ ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানান, বিশ্বনবীকে নিয়ে ভারতে কটুক্তির প্রতিবাদে জুমার নামাজের পর আমাদের একটি সুন্দর প্রোগ্রাম যা হেফাজতের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল সাহেব ডেকেছিলেন তাতে সংহতি জানাতে আমরা এসেছিলাম। এতে মাওলানা ফেরদাউসুর রহমানের নেতৃত্বে কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। আব্দুল আউয়াল সাহেব শান্তি শৃঙ্খলা রক্ষায় দোয়া করে কর্মসূচি শেষ করে দিয়েছেন। এ ব্যাপারে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল জানান, এ ব্যাপারে পরে কথা বলবো। জানাব। এ ব্যাপারে জানতে অভিযুক্ত হেফাজতে ইসলামের স্থগিত কমিটির সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানকে ফোন দেয়া হলেও তিনি ধরেননি। মাওলানা ফেরদৌসের নেতৃত্বে বিশৃঙ্খলার অভিযোগ করে মুসল্লীরা বলেন, জুমার নামাজ শেষ করে সমাবেশে আসার আগেই ফেরদাউসুর এবং তার লোকজনেরা মাইক দখল করে নেয় বলে অভিযোগ উঠেছে এবং ব্যানার লুকিয়ে ফেলে। পরবর্তীতে খোঁজাখুঁজির পর ব্যানার নিয়ে আসে তারা। এ সময় তার লোকজন ব্যানার ছিনিয়ে নিতে চায়। তখন মুসল্লিরা তাদের লোকজনের হাত থেকে ব্যানারটি নিয়ে আসে। তারা ব্যানার নিয়ে টানাটানি করার এক পর্যায়ে মাওলানা আব্দুল আউয়াল মাওলানা আব্দুল কাদের, মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা জাকির সহ উপস্থিত আরো আলেমরা ক্ষুদ্ধ হন। অবশেষে মাওলানা আব্দুল আউয়াল তাদের কাছ থেকে মাইক নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং মিছিলের কার্যক্রম বাতিল করেন। মাওলানা আব্দুল আউয়াল সম্প্রতি ভারতের মুম্বাই এর ঘটনা উল্লেখ করে বলেন, যারা আমার রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করেছে তাদের উপযুক্ত বিচার চাই। আমি হেফাজতের মাওলানা মনির কাসেমী সহ কেন্দ্রীয় নেতাদের কাছে অনুমতি নিয়ে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি কিন্তু আপনারা যারা বিশৃঙ্খলা করলেন তাদের বিচার আল্লাহ করবে। তিনি আরো বলেন, এমন একটি মুহূর্তে আপনারা বিশৃঙ্খলা করলেন যখন আমাদের নবীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মর্যাদায় আঘাত হানছে মুশরিকরা। অতঃপর উনি সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ সমাবেশটি শেষ করেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫১
  • ১১:৪৫
  • ১৫:৪৩
  • ১৭:২৩
  • ১৮:৩৮
  • ৬:০৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা