ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি দুই বছর বেশি সময় ধরে চলছে। গত বছর কয়েকবার সম্মেলনের চেষ্টা করে নতুন নেতৃত্বে আসতে পারেনি মহানগর বিএনপি। আওয়ামীলীগ সরকার পতনের পর মহানগরের নেতাদের বিরুদ্ধে সংঘর্ষ ঘটনা সহ একাধিক অভিযোগ উঠেছে কেন্দ্রে। চলতি মাসেই নতুন আহবায়ক কমিটি আসতে যাচ্ছে বলে গুঞ্জন রয়েছে। সেই কমিটি আগামী ৬ মাসের মধ্যে সম্মেলন করে নতুন মহানগর বিএনপি নেতৃত্বে তুলে দিবেন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা লক্ষ্যে। ইতোমধ্যে কেন্দ্র বর্তমান আহবায়ক কমিটি ও সাবেক আহবায়ক কমিটি থেকে সম্ভাব্য নেতাদের তালিকা নিয়েছে। অপরদিকে সাবেক এমপি আবুল কালামকে ডেকে নিয়ে মতবিনিময় করেছেন কেন্দ্রের একাধিক নেতা। একাধিক সূত্রে জানা যায়, মহানগর বিএনপি নতুন আহবায়ক হতে যাচ্ছেন সাবেক এমপি ও সাবেক সভাপতি আবুল কালাম। এই পদে আবারো বহাল থাকার জন্য তোড়জোড় করে যাচ্ছেন সাখাওয়াত হোসেন খান। যুগ্ম আহবায়ক হিসেবে বহাল থাকছেন অ্যাডভোকেট জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির নব্য সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির, আব্দুর সবুর খান, আমিনুল ইসলাম মিঠু, আওলাদ হোসেন, আবু আল ইউসুফ খান টিপু সহ কয়েকজন। সদস্য সচিব পদে গুঞ্জন উঠেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও বর্তমান মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল। তাদের দুইজনের মধ্যে পদ ছুটে গেলে তিনি যুগ্ম আহবায়ক পদ দেয়ার সম্ভাবনা রয়েছে। আহবায়ক কমিটির সদস্য হওয়ার আলোচনায় সাখাওয়াত হোসেন খান, রেজা রিপন, মনোয়ার হোসেন শোখন, কাউন্সিলর আবুল কাউসার আশা, ফারুক হোসেন, শাহেনশাহ আহম্মেদ, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু সহ কয়েকজন। এদিকে ছয় মাসে সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপি নতুন নেতৃত্বে সৃষ্টি লক্ষ্যে সুপার সেভেন আহবায়ক কমিটি চেয়েছেন স্থাণীয় নেতারা। বেশি সদস্যের কমিটিতে বিশৃঙ্খলা ও কোন্দলে আশংকা থেকে। ফলে কম সংখ্যক কমিটিতে এগুচ্ছে কেন্দ্রীয় বিএনপি। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে আহ্বায়ক করা হয় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব করা হয় অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে। কমিটি ঘোষণার পর পরই দেখা দেয় বিদ্রোহ। কমিটি থেকে পদত্যাগ করেন ১৫ নেতা। গত বছর ৮ ও ১৫ জুলাই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৩১ বছর পর সম্মেলন হওয়ার চেষ্টা করা হয়। সম্মেলনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ ও শঙ্কা বিরাজ করছে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে। পরবর্তিতে আহবায়ক কমিটি দ্বন্দ্ব কোন্দলে সম্মেলন করা সম্ভব হয়নি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯