আজ বৃহস্পতিবার | ১৪ নভেম্বর ২০২৪ | ২৯ কার্তিক ১৪৩১ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬ | সকাল ১০:০৩

সিদ্ধিরগঞ্জে বেপরোয়া যুবলীগ ক্যাডার সুমন

ডান্ডিবার্তা | ২৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৬:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে নাসিক ৪নং ওয়ার্ডে বিএনপি নেতার ছত্রছায়ায় ফের বেপরোয়া উঠছে যুবলীগের দূর্ধর্ষ ক্যাডার সুমন মাহ্মুদ। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানের পর সুমন আতœগোপনে চলে গেলেও কিছুদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি নেতা হারুনের ছত্রছায়ায় এলাকায় প্রকাশ্যে বিচরণ করে পূর্বের ন্যায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড করার পায়তারা করছে। সম্প্রতি আটি ওয়াবদা কলোনি বউ বাজার এলাকায় নালিশাকৃত ভুমি দখল নিতে গিয়ে মৌসুমি নামে এক নারীর ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে নগদ টাকা স্বর্ণালংকার, মোবাইল লুট ও বাসা-বাড়িতে ভাংচুর করে ফের আতংক সৃষ্টি করে সুমন ও নামধারী বিএনপি নেতা ভাঙ্গারী মিলন তার বাহিনী। এ ঘটনায় ওই নারী সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দিলেও পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আটি গ্রামের বন্ধকৃত সরকারি পাটকল মনোয়ারা জুট মিলের মেশিনারী ও মালামাল লুট করে সুমন কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। আর এসব চোরাই মালামাল বিক্রিতে সহায়তা করেছে ভাঙ্গারী মিলন। এদিকে বিএনপি নেতার শেল্টারে ভোলপাল্টিয়ে নামধারি বিএনপি হয়ে নির্বিঘেœ অপরাধ কর্মকান্ড করায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতংক। স্থানীয়দের মতে সুমন যুবলীগের ক্যাডার হলেও প্রায় সময়ই শ্রমিক লীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে বিচরণ করলেও এখন আবার নিজেকে বিএনপি নেতা পরিচয় দিচ্ছে। সুমনদের পরিবারের অনেকেই অপরাধ জগতের সাথে বিচরণ করছে। তার বাবা আঃ সাত্তার সাইনবোর্ডে একটি হাসপাতালে চাঁদাবাজি করতে গিয়ে জেল খেটেছেন। তার আরেক ভাই মাসুদ চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেট এর অন্যতম সদস্য ছিলো। এমনকি তার বিরুদ্ধে অস্ত্র মামলাও হয়েছিলো। সে ওই মামলায় জেলও খেটেছে। এদিকে সুমন মাহ্মুদের বাবা আঃ সাত্তার নাসিক ৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আইয়ুব আলী মুন্সির কাছের লোক সেজে বর্তমানে বিএনপি নেতা হয়ে বসে আছে। তিনি বলেন বেড়ান জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের মার্কেটে আমাদের ২টি দোকান আমরা এমপি গিয়াসের লোক। নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা জানান, সুমন মাহ্মুদ এক সময় লোকাল ট্রাকে দিনমুজুরের (লেবারি) কাজ করতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাত খুনে দন্ডিত ফাঁসির আসামি নুর হোসেন ও বাদল কমিশনারের আতœীয় পরিচয়ে বিভিন্ন সেক্টরে শীতলক্ষ্যা নদীর পাড়, আদমজী ইপিজেড, কলকারখানা ভুমি দখল-বেদখলে প্রকাশ্যে অথবা নেপথ্যে নেতৃত্ব দিয়ে চাঁদাবাজি করতো। এই চাঁদাবাজি ও দখল বেদখল নিয়ে নাসিক ৬নং ওয়ার্ডের আরেক ক্যাডার পানি আকতার সাথে বেশ কয়েক বার গোলাগুলি হয়। এসব ঘটনা নিয়ে থানা পুলিশ এমনকি মামলা মোকদ্দমাও হয়। আটি গ্রামের বন্ধকৃত সরকারি পাটকল মনোয়ারা জুট মিলের মেশিনারী ও মালামাল লুট করা নিয়ে হযরত মাষ্টার প্রতিবাদ করলে সুমন ও তার লোকেরা হযরত মাষ্টারের লোকদের মারধর করে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। এই নিয়ে মামলা হয়। এভাবে সুমন অনেক টাকার মালিক হয়ে অবৈধ টাকার গরমে নাসিক ৪নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনও করে। নির্বাচনে সুমন কোটি টাকা খরচ করলেও এলাকাবাসী তাকে ভোট দিয়ে নির্বাচিত করেননি। তাদের মতে সামান্য এই সিটি নির্বাচনে তার পক্ষে যুবলীগ ঢাকা মহানগরের প্রভাবশালী নেতা নিখিল শো ডাউন করেন এটা ভবিষ্যতের জন্য অমঙ্গলকর। যদি সুমন ভালো কর্মকান্ডে জড়িত থাকতো তাহলে স্থানীয় নেতাকর্মীরাই তার পক্ষে কাজ করতো। তাছাড়া সুমন ও তার বাহিনী এবং পরিবারের সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। ভয়ে তাদের বিরুদ্ধে মূখ খুলতে সাহস হয়না কারও আবার ভোট দিয়ে নির্বাচিত করে খাল কেটে কুমির আনা তা তো হয়না। এছাড়া সাত খুনে দন্ডিত ফাঁসির আসামি নুর হোসেন এলাকায় থাকাকালে নুর হোসেনের সন্ত্রাসী বাহিনী ও অস্ত্রভান্ডারের নিয়ন্ত্রক ছিলো সুমন। নুর হোসেন কারাগারে যাওয়ার পর তার ভাতিজা কাউন্সিলর বাদলের সাথে যুক্ত হয়ে ইপিজেড দখলে নামে সুমন। পরে নুর হোসেনর ওই অস্ত্র নিয়েই ইপিজেডে পানি আকতারের সাথে বন্ধুক যুদ্ধে লড়াই করে সুমন। এলাকাবাসির দাবি তারা বাবা ছেলেরা আওয়ামী লীগ সরকার আমলে এমন কোন খারাপ কাজ নাই যে না করছে। এখন আবার বিএনপির ছত্রছায়ায় ভোল পাল্টিয়ে পুনঃরায় পর্যায়ক্রমে একই অপরাধ কর্মকান্ড শুরু করায় এলাকায় যুব সমাজ ও রাজনৈতক নেতাককর্মীরা বিভক্ত হয়ে পড়ছে। এতে শান্তিশৃংখলা বিঘœ হওয়ার সম্ভাবনা রয়েছে। যে কোনো সময় মারামারি সংঘাত অথবা বড় ধরনের নাশকতার ঘটনাও ঘটতে পারে। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর কাছে তাদের দাবি দ্রুত চিহ্নিত এই অপরাধিদের আইনের আওতায় নিয়ে এসে অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাতে আর কেউ চাঁদাবাজি, ভুমিদস্যুতা, লুটতরাজসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডে জড়াতে সাহস না পায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬
  • ১১:৪৬
  • ১৫:৩৯
  • ১৭:১৮
  • ১৮:৩৪
  • ৬:১০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা