ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের মতো ঘটনা ঘটে গেলেও বন্দরে যুবদল নেতা হুমায়নের চাঁদাবাজির দৌরাত্ম্যের অবসান হয়নি। ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় কেবল চেহারায় বদল ঘটেছে, বন্ধ হয়নি চাঁদাবাজি। তবে কৌশল অবলম্বন করেছে চাঁদাবাজ হুমায়ন। দিনের বেলায় চাঁদাবাজদের বিরুদ্ধে থাকলেও রাতের বেলায় চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন যুবদল নেতা হুমায়ন। অপর দিকে চাঁদাবাজ হুমায়ন তার দলবল নিয়ে বন্দর ১নং খেয়াঘাটে প্রতিটি দোকানে এসে দোকানদাদের চাঁদা দিতে নিষেধ করে যাচ্ছে। অথচ রাতে চাঁদার টাকা ভাগ নিয়ে যায় যুবদল নেতা হুমায়ন। এই নিয়ে যেকোন সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে চাঁদাবাজ সিন্ডিকেটের নেতারা। অনুসন্ধানে জানা যায়, চাঁদাবাজদের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে বন্দর ১নং খেয়াঘাট পয়েন্ট। এই পয়েন্টটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে জোফেস বাহিনীর অনুগত যুবদল নেতা হুমায়ন ও কথিত যুবদল নেতা ঘাড় ব্যাকা সোহাগ। তাদের টার্গেট বন্দর ১নং খেয়াঘাট স্ট্যান্ড দখল নেয়া। এখানে ফুটপাট, বাজারও। বিগত আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে ব্যবসায়ী আর বাসিন্দারা অতিষ্ঠ ছিলেন এই চাঁদাবাজ সিন্ডিকেটের অত্যাচারে। ছাত্র-জনতার আন্দোলনে সেই সরকারের পতনের পর নির্যাতিতরা ভেবেছিল তাদের ভাগ্যে বোধ হয় পরিবর্তন আসবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা ঘটেনি। বিগত সরকারের আমলের চাঁদাবাজদের ছেড়ে যাওয়া শূন্য আসন পূর্ণ হতে সময় লাগেনি। সব পয়েন্টেই আবার নতুন করে শুরু হয়েছে দখল ও চাঁদাবাজি। আর এই চাঁদাবাজরাও বর্তমান সময়ে সুবিধাজনক অবস্থায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলের কিছু অসাধু নেতার আশীর্বাদপুষ্ট। ভুক্তভোগী ব্যবসায়ী ও অন্যান্য সূত্রে এসব তথ্য জানা গেছে। সিন্ডিকেট জানা গেছে, বন্দর ১নং খেয়াঘাট থেকে কুমারপাড়া পর্যন্ত প্রায় ২০০ মত দোকান রয়েছে। যা বিগত সময়ে নিয়তিম দোকান প্রতি ১০০ থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত চাঁদা দিয়ে দোকান চালাতো এবং এন্ডভান্স ৫ থেকে ১০ হাজার টাকা নেয়া হতো। সরকার পতনের পর এসব দোকান তারা নিয়ন্ত্রণ নিয়েছে। চাঁদা তোলার কয়েকদিন পর যুবদল নেতা হুমায়ন চাঁদার টাকা ভাগ না পাওয়ায় তার বাহিনী নিয়ে দোকানে দোকানে চাঁদা দিতে নিষেধ করে থাকেন। পরবর্তী সময়ে সিন্ডিকেটের প্রধান আলহাজ¦ চান মিয়ার বন্দর ঘাটে অবস্থিত বহুতল ভবনের দ্বিতীয় তলায় চাঁদাবাজ সোহাগকে নিয়ে হুমায়নের সাথে সমঝোতা করে দেন এবং ওই মাসে ১৫ হাজার টাকাও নিয়ে যায়। এভাবে কিছুদিন চলার পর ফের আবারও দিনের বেলায় প্রকাশ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে একের পর এক কঠোর হুংকার দিয়ে যাচ্ছে যুবদল নেতা হুমায়ন। এনিয়ে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে যেকোন সময় বড় ধরণের সংঘর্ষ হবে বলে আশঙ্কা করছে সিন্ডিকেট নেতারা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯