ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলার বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের বসুন্ধরার বাড়িতে একসময় কেয়ারটেকার ছিলেন সেলিম। বংশগত বিএনপির রাজনীতির সাথে তার পরিবার প্রথম থেকেই জড়িত ছিল। আর সেই সুবাদে হয়ে গেলেন আজহারুল ইসলাম মান্নানের পিএস সেলিম, আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক রাজনৈতিক মামলার শিকার হোন সে।সোনারগাঁয়ে বারদী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল করিমের ছেলে সেলিম হোসেন দিপু। থানা বিএনপির সভাপতির পৃষ্ঠপোষকতায় সোনারগাঁ থানা কৃষকদলের সভাপতির পদ বাগিয়ে নেন তিনি। গত ৫ ই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্যে দিয়ে রামরাজত্ব কায়েম করেছে সেলিম হোসেন দিপু, হাতে নিয়েছেন মামলা দেয়া ও মামলা থেকে নাম বাদ দেয়ার ট্রেন্ডার, সেই সাথে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সোনারগাঁয়ের দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় তার নিজস্ব বাহিনীর মাধ্যমে টার্গেট করছে জাতীয় পার্টির সভাপতি, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ ব্যবসায়ীদের উপর। মিথ্যা হয়রানীমূলক মামলার ভয় দেখিয়ে এক মাসেই হাতিয়ে নিয়েছে কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী ও জাতীয় পার্টির নেতা কর্মীরা বলেন, সেলিম হোসেন দিপুর হাতে এখন আলাদীনের চেরাগ, তাকে টাকা দিয়ে মামলা থেকে রেহাই পাচ্ছি, তবে কতদিন এই অবস্থা থাকবে জানা নাই। সোনারগাঁ উপজেলা জামপুর বাজারের এক পাইকারী মুদি দোকানী বলেন, আমার ভাই আওয়ামী লীগ করত। সে বর্তমানে মামলার ভয়ে পালিয়ে রয়েছে, কিন্তু আমি কোনো দল করিনা বিশ বছর ধরে এই বাজারে সুনামের সাথে ব্যবসা করে আসছি। কিন্তু ভাই দল করে বলেই আমি ও আমার পরিবার কে মামলার হুমকি দিয়ে আসছে তাই টাকার বিনিময়ে বাজারে ব্যবসা করলেও সব সময় একটা আতংকের মধ্যে কাটছে সময়। এদিকে বারদী ইউনিয়নে বারদী ইউনিয়ন ছাত্র দলের সভাপতির পদ নেয়ার জন্য সেলিম হোসেন দিপুর ছেলে মোঃ জুবায়ের আহম্মেদ সামি এলাকায় গড়ে তুলেছে কিশোর গ্যংয়ের বিশাল বাহিনী, গত বৃহস্পতিবার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকার বিএনপি নেতা হোসেন মিয়ার বাতিজাকে ধারালো ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্য পেটে আগাত করে সামি বাহিনীর সদস্যরা। তবে উভয় পক্ষ বিএনপির নেতা কর্মী তাই থানায় কোনো অভিযোগ হয় নি। তবে সামীর কিশোর গ্যংদের বিচার করার দায়িত্ব দিয়েছেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, গতকাল মোসবার মেঘনায় মান্নানের নিজ বাড়িতে বিচার করা হয়। এদিকে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ২০০১ সালে ক্ষমতায় আসার পর সোনারগাঁয়ের তৎকালীন সাংসদ অধ্যাপক মোঃ রেজাউল করিম বারদী ইউনিয়ন পরিষদের পাশেই একটা জায়গা ক্রয় করে দলীয় কার্যক্রম পরিচালনার জন্য একটি ভবন নির্মান করেন। এই ভবনটি সংস্কারের নাম করে সোনারগাঁ উপজেলা বিএনপির বর্তমান সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে নগদ অর্থ নিয়ে ভবনটি মেরামত করে বারদী ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের জন্য। কিন্তু তার পিএস হিসেবে পরিচিত সেলিম হোসেন দিপু ১০ লাখ টাকার বিনিময়ে বারদী এলাকার দলরদী গ্রামের মোঃ আইয়ুব মিয়া নামের এক রেস্টুরেন্ট ব্যবসায়ীর কাছে ভাড়া দিয়ে দেয়। আর ভবনের সামনের জায়গা নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করে আসছে সেলিম হোসেন দিপুসহ বিএনপি নেতা ও ঘনিষ্টজনেরা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেই টিনসেট ভবনটি বারদী বাজারের একাধিক ব্যাক্তি এঘটনা স্বীকার করেছেন। এছাড়াও মাছ বাজারের সামনে এক তলা টিনসেট ভবন নির্মাণ করেন। বারদী ইউনিয়নের পুর্ব এলাকায় সামির কিশোর গ্যং অন্য দিবে তার বাবা পি,এস সেলিমের মামলা বানিজ্য সব মিলিয়ে বর্তমানে সোনারগাঁওয়ে আতংকের নাম পি,এস সেলিম (সেলিম হোসেন দিপু)। এ বিষয়ে সোনারগাঁ থানা কৃষক দলের সভাপতি ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানে ব্যক্তিগত সহকারী পি,এস সেলিম হোসেন দিপুর বিরুদ্ধে আনিত অভিযোগের কথা জানতে চাইলে, তিনি বলেন একটি কুচক্রী মহল আমার নেতা আজহারুল ইসলাম মান্নান, আমার ছেলে সামি ও আমার বিরুদ্ধে অপ পচার চালাচ্ছে, এগুলো মিথ্যা ও বানোয়াট। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত ও আহত হওয়ার ঘটনায় সোনারগাঁ থানায় কয়েটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় প্রায় দেড় সহস্রাধিক মামলা রয়েছে। সম্প্রতি একটি চক্র ওই মামলাগুলো পুঁজি করে নিরীহ মানুষের কাছ থেকে মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থ বাণিজ্যে নেমেছেন বলে জানতে পেরেছি। কেউ যেন ওই চক্রের ফাঁদে পা না দেন। তাদের এক টাকাও দেবেন না। তিনি আরো বলেন, যারা মামলাকে পুঁজি করে চাঁদাবাজিতে নেমেছে তাদের বিরুদ্ধে তথ্য দিন। আপনি গ্রেপ্তারের আতংঙ্ক থাকলে আত্মীয় স্বজনের মাধ্যমে তথ্য দিন। চাঁদাবাজিতে জড়িতদের বিরুদ্ধে যে কোন মূল্যে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান সোনারগাঁ থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯