ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জে ডেঙ্গু সংক্রমণে আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তদের সংখ্যা ৪০০ জন ছাড়িয়ে গেছে। গত ২ দিনের ব্যবধানে নারায়ণগঞ্জে নতুন করে ৭৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হযেছেন। ডেঙ্গুর প্রকোপ বাড়ার ফলে জনমনে আতঙ্ক বাড়ছে। নগরীতেও ডেঙ্গুর সংক্রমণে বিরূপ প্রভাব পড়ছে। নগরীর দুই সরকারি হাসপাতালের দেয়া তথ্য মতে, সেপ্টেম্বরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন। রবিবারে দেওয়া তথ্য মতে, ২৪ ঘন্টার ব্যবধানে নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নারায়ণগঞ্জ জেনারেল(ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও মো. জহিরুল ইসলাম জানান, আগস্ট মাসে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন ১৭ জন। এই সেপ্টেম্বর মাসে ১০০ জন ডেঙ্গু রোগে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ থেকে বোঝা যায় ডেঙ্গু রোগের সংক্রমণ বাড়ছে। রবিবারের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘন্টায় ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগীদের চিকিৎসা সেবা প্রদানে আমরা প্রতিনিয়ত কাজ করছি। ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্তাবধায়ক (উপ-পরিচালক,স্বাস্থ্য) ডা. মো. আবুল বাসার জানান, সেপ্টেম্বর মাসে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৬১ জন। রবিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন ১৩ জন রোগী, যেখানে নতুন ভর্তি হোন ৪ জন। এদিকে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় নারায়ণ সিটি কর্পোরেশন থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ জাকির হোসেন। তিনি জানান, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজ হচ্ছে। সকাল ৬টা থেকে এডিস মশা নিধনে বিভিন্ন এলাকায় আমাদের কর্মীরা যাচ্ছেন, সেখানে মশা নিধনকারী লার্ভিসাইট ব্যবহার করা হচ্ছে। সেই সাথে আমরা জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন লিফলেট বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা বৃদ্ধিতে নানান কার্যক্রম অব্যাহত রাখছি। সাম্প্রতিক ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ায় আমরা একটা পদক্ষেপ নিচ্ছি। আমরা শহরের হাসপাতালগুলো থেকে ডেঙ্গু রোগীদের তালিকা নিচ্ছি। তাদের ঠিকানা নিয়ে আমাদের একটি বিশেষ রেসপন্স টিম যাবেন। সেখানে ডেঙ্গু রোগ ছড়ানোর কোন নিয়ামক আছে কিনা তা খতিয়ে দেখা হবে। যদি ডেঙ্গু সংক্রমণের নিয়ামক পাওয়া যায়, তাহলে তা দূর করা হবে। সেই সাথে আশপাশের মানুষদের সচেতন করা হবে। মূলত, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে একটি বড় ভূমিকা রাখবে জনসচেতনতা। কী কারণে ডেঙ্গু ছড়ায়, এডিস মশা কোথায় জন্মায় এসকল বিষয়ে সবাইকে জানতে হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯