ডান্ডিবার্তা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় সোমবার বিকেলে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবকদল। রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা সোহেল রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মুড়াপাড়া বাজার, মঠেরঘাট ও উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা মঠেরঘাট এলাকায় আয়োজিত এক সভায় বলেন, উপজেলার সর্বত্রই মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য শিথিল হয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গ্রামে গ্রামে প্রতিবাদ সভা করে আসছে। মাদক দমনে জিরো ট্রলারেন্স ঘোষণা করেছেন দিপু ভুঁইয়া। তারই অংশ হিসেবে রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় মাদক নির্মূলে কাজ করছে উপজেলা স্বেচ্ছাসেবকদল। ইদানিং দড়িকান্দি এলাকায় একটি গ্রুপ সন্ত্রাসী, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টি করছে। ওই গ্রুপটি মাদক বিক্রির সাথেও জড়িত রয়েছে। অবিলম্বে সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ করা না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে প্রতিহত করা হবে। রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল নেতা একে বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবকদল নেতা এনামুল হক, মুড়াপাড়া সরকারি বিশ^বিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক আব্দু, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছসেবকদল নেতা আবু তালেব, মোহাম্মদ আলী, নুরুল ইসলাম, শাকিল খান, জাহাঙ্গীর, রোমান, ফাহিম, সোহাগ, মাসুদ, সেলিম, সাব্বির, ইউনুস প্রমুখ। বিক্ষোভ মিছিলে ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯