সবিতা দত্ত:
কেমন আছো শীতলক্ষ্যা
ভালো আছো তো?
বেঁচে আছি।
এমন মায়াবী কন্ঠে কে বলছো তুমি!
আমাকে চেনো না
পথিক গো পথিক,
তোমার বুকে ভাসি আনন্দে।
শৈশব থেকে দেখি মুগ্ধ চোখে
স্রোতস্বিনী রূপে বইছো আর বইছো।
আচ্ছা, কোথায় পাও এতো দূর্বার চলার গতি?
তোমার কি কোনো ক্লান্তি, অবসর নেই?
জানো,মাঝে মাঝে ইচ্ছে জাগে
তোমার মতো হই,
সারাদিন-রাত শুধু বয়ে চলা,
বয়ে চলা।
আজকাল তোমাকে দেখে ভীষণ কষ্ট হয়,
বুকের ভেতর হাহাকার করে দুমড়ে মুচড়ে উঠে।
মানুষ কেনো এতো কষ্ট দেয় তোমাকে!
আজ যে বিবর্ণ রূপ সে তো মানুষের দেয়া উপহার,
ময়লা,আবর্জনার দুর্গন্ধ, জীবাণুর বাস।
তবু নিরদ্বিধায় পেতে দাও বুক
মুখে ঝিলমিল হাসি।
মানব জাতি কখনো বুঝবে না
গুমরে গুমরে কান্না তোমার,
জানে শুধু হাত পেতে নিতে।
এবার রুখে দাঁড়াও
দেখাও রুদ্র রূপ
ভাসিয়ে নেও সব,সব কিছু
অন্যায়,অবিচারের ব্যারিকেড ভাঙো।
পৃথিবীর ঝড় থামলে দেখবে তুমি
ঝকঝকে নতুন শীতলক্ষ্যা।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯