সবিতা দত্ত:
কেমন আছো শীতলক্ষ্যা
ভালো আছো তো?
বেঁচে আছি।
এমন মায়াবী কন্ঠে কে বলছো তুমি!
আমাকে চেনো না
পথিক গো পথিক,
তোমার বুকে ভাসি আনন্দে।
শৈশব থেকে দেখি মুগ্ধ চোখে
স্রোতস্বিনী রূপে বইছো আর বইছো।
আচ্ছা, কোথায় পাও এতো দূর্বার চলার গতি?
তোমার কি কোনো ক্লান্তি, অবসর নেই?
জানো,মাঝে মাঝে ইচ্ছে জাগে
তোমার মতো হই,
সারাদিন-রাত শুধু বয়ে চলা,
বয়ে চলা।
আজকাল তোমাকে দেখে ভীষণ কষ্ট হয়,
বুকের ভেতর হাহাকার করে দুমড়ে মুচড়ে উঠে।
মানুষ কেনো এতো কষ্ট দেয় তোমাকে!
আজ যে বিবর্ণ রূপ সে তো মানুষের দেয়া উপহার,
ময়লা,আবর্জনার দুর্গন্ধ, জীবাণুর বাস।
তবু নিরদ্বিধায় পেতে দাও বুক
মুখে ঝিলমিল হাসি।
মানব জাতি কখনো বুঝবে না
গুমরে গুমরে কান্না তোমার,
জানে শুধু হাত পেতে নিতে।
এবার রুখে দাঁড়াও
দেখাও রুদ্র রূপ
ভাসিয়ে নেও সব,সব কিছু
অন্যায়,অবিচারের ব্যারিকেড ভাঙো।
পৃথিবীর ঝড় থামলে দেখবে তুমি
ঝকঝকে নতুন শীতলক্ষ্যা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: সাংবাদিক মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ রোববার দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থার ওই চিঠি পৌঁছায়। চিঠিতে বলা হয়, আপনাদের ব্যাংকে মুন্নী সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনও আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯