আজ রবিবার | ২২ ডিসেম্বর ২০২৪ | ৭ পৌষ ১৪৩১ | ১৯ জমাদিউস সানি ১৪৪৬ | সন্ধ্যা ৬:১২

সিদ্ধিরগঞ্জে এলাকায় ফেরার চেষ্টায় আদমজীর শীর্ষ সন্ত্রাসী মাইগ্যা কাদির 

Sirina Rina | ০১ অক্টোবর, ২০২৪ | ৮:০৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়া অস্ত্র মামলার  সাজাপ্রাপ্ত আসামী আদমজীর শীর্ষ সন্ত্রাসী শামীম ওসমান ও  মতির সহযোগী কাদির ওরফে মাইগ্যা কাদির বিএনপি নেতাদের টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফের এলাকায় ফেরার পায়তারা করছেন। আওয়ামী লীগের শাসনামলে সাবেক এমপি শামীম ওসমানের ছত্রচ্ছায়ায় মাইগ্যা কাদির আদমজীর সোনামিয়া মার্কেটে জমিদখল, মার্কেট দখল, ফুটপাত দখলসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এককভাবে আধিপত্য বিস্তার করেন। যিনি গত ১৬ বছরে কাউন্সিলর মতির শেল্টারে ছত্রছায়ায় মানুষের রক্ত চুষে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। নামে বেনামে হয়ে গেছেন বাড়ির মালিক, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বনে গেছেন আঙ্গুল ফুলে কলাগাছ। সৃজনী স্টুডিওর নামে তার ছেলের সহায়তায় জাল পাসপোর্ট, ভুয়া জন্ম সনদ তৈরি করে কোটি কোটি টাকা কামিয়েছেন। আদমজী ইপিজেড থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি থেকে শুরু করে সোনামিয়া মার্কেটের ব্যবসায়ীদের পর্যন্ত জিম্মি করে রেখেছিলেন এই কাদির। স্বৈরাচারী শেখ হাসিনার দেশ ত্যাগের কথা শোনামাত্রই তিনি এলাকা থেকে গণপিটুনির ভয়ে গাঁ ঢাকা দেন। ইতিমধ্যেই এ সন্ত্রাসীর এলাকায় ফেরার খবরে আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী জানিয়েছেন, এসব সন্ত্রাসীদের এবার প্রতিরোধ করা হবে। কোনভাবেই তাদের আর এলাকায় ঠাঁই দেয়া হবে না। মাইগ্যা কাদিরের বিরুদ্ধে ছাত্র হত্যার ঘটনা একাধিক মামলা হয়েছে। সে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। আমরা তার অবৈধ অস্ত্র উদ্ধার ও গ্রেফতার দাবি করছি। উল্লেখ্য, সরকারী চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গডফাদার শামীম ওসমান স্বপরিবারে দেশত্যাগ করেছেন। শামীম ওসমানের দেশত্যাগের সাথে সাথে তার ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা দুর্ধর্ষ সন্ত্রাসী ও দুর্নীতির বরপুত্র মতিউর রহমান মতি ও তার সহযোগী কাদিরও এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৪
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা