ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ–৫ আসনের সাবেক সাংসদ অ্যাড. আবুল কালামের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বাদ আসর বন্দর ১নং খেয়াঘাট গাউসুল আযম জামে মসজিদে মানবতার প্রতীক দা হেল্প লাইন এর প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ানের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারম্যান পার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, সাবেক এমপি আবুল কালামের সুস্থতা ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন বন্দর ১নং খেয়াঘাট গাউসুল আযম জামে মসজিদের ঈমাম মাওলানা আবু সুফিয়ান। এসময় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন, মাহাবুব হোসেন ডালিম, বিএনপির নেতা অজিত দাস, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহামেদ,বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহামেদ, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, আলতাফ হোসেন. নূরুল ইসলাম, মোঃ আকাশ আহমেদ বসির, বন্দর থানা ছাত্র দলের সাবেক সহ সভাপতি হৃদয়, স্বেচ্ছাসেবক দল নেতা শিপলু, মোঃ আল আমিন, সজীব, উজ্জ্বল, সাঈদ, জিপু, মোহাম্মদ হাসান, ইমরান, সানাউল্লাহ, নূরনবী, আশরাফুল, সাকিল, মহসিন, আফজাল প্রমূখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯